কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ১২ রাউন্ডের গণনার পর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ পেয়েছেন ৫৬ হাজার ৪০৪টি ভোট৷ বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ২৫ হাজার ৪৩৭টি ভোট৷ কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮ হাজার ৭৭০টি ভোট৷
ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷ আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এর পর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ দ্বাদশ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থীর থেকে প্রায় সাত হাজার ভোটে পিছিয়ে তৃতীয় স্থানেই রয়েছেন কংগ্রেস প্রার্থী৷
advertisement
২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ৷ তাঁর মৃত্যুতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে৷