আরও পড়ুন: চাকায় আগুন, ২৫০ জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান! লখনউ বিমানবন্দরে আহমেদাবাদের আতঙ্ক
এতদিন নির্বাচন ওয়েব কাস্টিংয়ের সাহায্যে নির্বাচন কমিশন বুথের ভিতরের কার্যকলাম পর্যবেক্ষণ করত। এবার দেখা হবে বুথের বাইরে একশো মিটারের মধ্যে ভোটের লাইনে কী ঘটনা ঘটছে। পাশাপাশি প্রতি ভোটেই বিশেষ করে গ্রামীণ এলাকার ভোটের দিন নির্বাচনী কেন্দ্রে অশান্তির মোকাবিলায় কিউআরসি, ফ্লাইং স্কায়োড সময় মতো না পৌছানোর অভিযোগ ওঠে। এবার নির্বাচন কমিশন লাইভ স্ট্রিমং করে তাদের মুভমেন্টও সরাসরি নজর রাখবে। ভোটের কিছু দিন আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, মদ-সহ বেআইনি জিনিস নিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ ধরতে নির্বাচনী কেন্দ্রে শুরু হয়ে যায় নাকা চেকিং। সেই কাজের নজরদারিতে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছে কমিশন। তবে ১৯ জুন শুধু পশ্চিমবঙ্গ নয়, নির্বাচন কমিশন বাকি তিন রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নজরদারীর এই নীতি গ্রহণ করেছে।
advertisement
শুধু নজরদারি নয়, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দেখার জন্য নিয়ম মাফিক তিন পর্যবেক্ষক ছাড়াও গোটা বিষয়টি তদরকির জন্য কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদকে পাঠাচ্ছে বলে জানিয়ে দিয়েছে। অতীতে যার কোনও নজির নেই। তিনি ভোটের আগের দিনই সকালে কালীগঞ্জ পৌঁছে যাবেন। ভোট মেটার পর দিল্লি ফিরবেন। এই ভোটে কালীগঞ্জে থাকছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কমিশন সূত্রের খবর, সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই যে কোনও ভোটকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রিগিং,বুথ দখল সহ বিভিন্ন রকম অশান্তির ঘটনা ঘটে। প্রানহানির ঘটনা পর্যন্ত ঘটে। প্রতি ভোটের অনেক আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করেও কোনও লাভ হচ্ছে না। ভোটের দিন বুথ পাহারা থেকে ফ্লাইং স্কোয়াডে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বিরোধীদের সঙ্গে পশ্চিমবঙ্গে বহু সময় রাজ্যের শাসকদলও এনিয়ে সরব হয়। নির্বাচন কমিশনকে কাঠগড়া তোলা হয়। তাই এবার প্রথম থেকেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে নির্বাচন কমিশন প্রথম থেকে সতর্কতার সঙ্গে নজরদারি চালাতে চায়। যাতে যাতে অশান্তি মোকাবিলায় ত্রুটি কোথায় হয়েছে, দায়ি করে সহজেই চিহ্নিত করা যায়। প্রশাসনিক মহলের মতে সামনের বিধানসভা ভোটের আগে এই নয়া ব্যবস্থাকে ফুল প্রুফ করতে নির্বাচন কমিশন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে বেছে নিয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়