Lucknow haj flight emergency landing: চাকায় আগুন, ২৫০ জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান! লখনউ বিমানবন্দরে আহমেদাবাদের আতঙ্ক

Last Updated:

Lucknow haj flight emergency landing: বড়সড় দুর্ঘটনা হাত থেকে বাঁচল হজযাত্রীদের বিমান। এবার আগুন বিমানের চাকায়। বিরাট বড় দুর্ঘটনা এড়াল ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরতি বিমানটি।

Photo Courtesy- X
Photo Courtesy- X
লখনউ: বড়সড় দুর্ঘটনা হাত থেকে বাঁচল হজযাত্রীদের বিমান। এবার আগুন বিমানের চাকায়। বিরাট বড় দুর্ঘটনা এড়াল ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরতি বিমানটি। রবিবার (১৫ জুন, ২০২৫) সকালে লখনউ বিমানবন্দরে (Lucknow Airport) অবতরণের সময়ই একটি বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
advertisement
advertisement
সৌদি আরব (Saudi Arab) থেকে আসা SV 3112 বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। ধোঁয়া বের হতে শুরু করে। এই বিমানে প্রায় ২৫০ জন হজ যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে চাঞ্চল্য তৈরি হয়। এয়ারপোর্ট সূত্রে খবর, ফ্লাইটটি (Flight) সকাল ৬:৩০ মিনিটে লখনউ পৌঁছায়। বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে একটি চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং জরুরি প্রক্রিয়া অনুসরণ করে সব যাত্রীকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। হতাহতের কোনও খবর নেই।
advertisement
গত বৃহস্পতিবার (১২ জুন, ২০২৫) লন্ডনের উদ্দেশে ওড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার কয়েক মুহূর্ত মধ‍্যেই ভেঙে পড়ে। তারপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় বিমানের একজন যাত্রী ছাড়া কেউ বাঁচেননি। সেই সঙ্গে প্রাণ গিয়েছে , যে এলাকায় প্লেনটি ভেঙে পড়ে সেখানে থাকা বহু মানুষের। এখনও উদ্ধার হয়ে চলেছে দেহ। বেশির ভাগ দেহই গলে কুণ্ডলীকৃত হয়ে যাওয়া । কোনও ভাবেই চেনার উপায় নেই। ডিএনএ ম্যাচের মাধ্যমে দেহ শনাক্তকরণ চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lucknow haj flight emergency landing: চাকায় আগুন, ২৫০ জন যাত্রী নিয়ে মহাবিপদে বিমান! লখনউ বিমানবন্দরে আহমেদাবাদের আতঙ্ক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement