এলাকাবাসী চাইছেন তিন বছর নয়, চিরাচরিত দিনক্ষণ মেনেই এই পুজো প্রতিবছর করবেন তারা। তবে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও। উল্লেখ্য শান্তিপুরকে কালী ক্ষেত্র হিসেবে অনেকেই চেনেন। কালীপুজোর সময় সুউচ্চ কালি মূর্তির পুজোর প্রচলন রয়েছে এখানে। শুধু কালীপুজোর সময়ই নয় বছরের বিভিন্ন দিনে মানসিক পুজো থেকে শুরু করে বাড়ির কালী পুজো এখানে করার প্রচলন রয়েছে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তবে গৃহস্থ বাড়িতে ৩৩ ফুটের কালী মূর্তির পুজো বোধহয় এর আগে দেখেনি শান্তিপুরবাসী। আর সেই কারণেই সেই গৃহস্তকে সাহায্য করতে এগিয়ে এসেছে গোটা গ্রামবাসী। সারা গ্রাম থেকে ভিক্ষে করে সেই অর্থ দিয়েই করা হচ্ছে এই পুজো। গৃহস্থের তিন বছর করার ইচ্ছে থাকলেও গ্রামবাসীদের ইচ্ছে রয়েছে চিরাচরিতভাবে প্রত্যেক বছর এই দিনে এই পুজো আয়োজন করার। যাতে গোটা গ্রামবাসীর মঙ্গল হয়।
Mainak Debnath