TRENDING:

Kali Puja: শান্তিপুরের এই বাড়িতে ৩৩ ফুটের কালী মায়ের পুজো! ইতিহাস জানলে অবাক হবেন

Last Updated:

Kali Puja: কোনও বারোয়ারি নয় ৩৩ ফুটের উচ্চতার মূর্তি তৈরি করে মাঘ মাসে গৃহস্থ তার নিজের ইচ্ছেতেই করলেন পুজো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: প্রায় ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট কালীমাতার পুজো নদিয়ার শান্তিপুরে। কোনও বারোয়ারি নয় ৩৩ ফুটউচ্চতার মূর্তি তৈরি করে মাঘ মাসে গৃহস্থ তার নিজের ইচ্ছেতেই করলেন পুজো। ঘটনা নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের খাপড়াপাড়া এলাকায়। তবে গৃহস্থ বাড়ির মহিলা এই অর্থসাপেক্ষ পুজো কীভাবে করবেন? আপামর শান্তিপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে মায়ের পুজোতে অর্থ সংগ্রহ করছেন মায়ের সেবক। যদিও এই পুজোয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষও। সকলের মিলিত সাহায্যে এই পুজো এখন সর্বজনীন।
advertisement

এলাকাবাসী চাইছেন তিন বছর নয়, চিরাচরিত দিনক্ষণ মেনেই এই পুজো প্রতিবছর করবেন তারা। তবে পুজোকে কেন্দ্র করে বসেছে মেলাও। উল্লেখ্য শান্তিপুরকে কালী ক্ষেত্র হিসেবে অনেকেই চেনেন। কালীপুজোর সময় সুউচ্চ কালি মূর্তির পুজোর প্রচলন রয়েছে এখানে। শুধু কালীপুজোর সময়ই নয় বছরের বিভিন্ন দিনে মানসিক পুজো থেকে শুরু করে বাড়ির কালী পুজো এখানে করার প্রচলন রয়েছে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

তবে গৃহস্থ বাড়িতে ৩৩ ফুটের কালী মূর্তির পুজো বোধহয় এর আগে দেখেনি শান্তিপুরবাসী। আর সেই কারণেই সেই গৃহস্তকে সাহায্য করতে এগিয়ে এসেছে গোটা গ্রামবাসী। সারা গ্রাম থেকে ভিক্ষে করে সেই অর্থ দিয়েই করা হচ্ছে এই পুজো। গৃহস্থের তিন বছর করার ইচ্ছে থাকলেও গ্রামবাসীদের ইচ্ছে রয়েছে চিরাচরিতভাবে প্রত্যেক বছর এই দিনে এই পুজো আয়োজন করার। যাতে গোটা গ্রামবাসীর মঙ্গল হয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja: শান্তিপুরের এই বাড়িতে ৩৩ ফুটের কালী মায়ের পুজো! ইতিহাস জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল