এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে এইদিন অর্থাৎ ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিট থেকে এবং শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে। এই দিন বেলা বারোটা নাগাদ মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। যে ভোগের মধ্যে ছিল ভাত, ফ্রাইড রাইস, পোলাও সহ ডাল, পাঁচ রকম ভাজা দেওয়া হয়। এর পাশাপাশি পাঁচ রকমের তরকারি, মাছ,মাছের মাথা ভাজা। বিশেষ ভোগ হিসেবে থাকে বলির পাঁঠার মাংস, কারণ, শোল মাছ পোড়া।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ভোগ নিবেদন করার পর ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হবে তারাপীঠ মন্দিরের গর্ভ গৃহের দরজা। সারা দুপুর বিকেল মা তারার বিশেষ পুজো হবে। অন্যদিকে ২ টো ৫৭ মিনিটে অমাবস্যা তিথি শুরু হলে তারা অঙ্গে কালীপুজো শুরু হবে মা তারার। এরপরই সন্ধ্যে নাগাদ মা তারাকে আবার পুনরায় রাজরাজেশ্বরী রুপে সাজিয়ে সন্ধ্যা আরতি করা হবে। সন্ধ্যাবেলায় মা তারাকে আবার বিশেষ ভোগ নিবেদন করা হবে যার মধ্যে থাকবে লুচি, সুজি, পাঁচ রকম মিষ্টি, পাঁচ রকম ভাজা, গুরের মুরখি।
ভক্তদের বিশ্বাস এই অমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালীপুজোর রাত্রিতে মহাযজ্ঞ করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। আর সেই কারণেই তারাপীঠ মন্দিরে নিশি রাত্রে মহা হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানেও সাধু সন্ন্যাসীরা নিজেদের মনস্কামনা নিয়ে হোম যজ্ঞ করবেন। আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর।
সৌভিক রায়