TRENDING:

Kali Puja 2025: বলরামপুরের 'জাগ্রত' বামাকালী! পুজোয় রয়েছে বিশেষ প্রথা, দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা

Last Updated:

দুর্গোৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই শ্যামার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। ‌পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম বলরামপুরের করমা গ্রামের বামা কালী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বলরামপুর, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: দুর্গোৎসবের আনন্দের রেশ কাটতে না কাটতেই শ্যামার আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। ‌পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজোগুলির মধ্যে অন্যতম বলরামপুরের করমা গ্রামের বামা কালী। ২০০ বছরের পুরনো এই কালীপুজো। সাধারণত কালীপুজোয় পৌরহিত্যের দায়িত্বভার থাকে ব্রাহ্মণের উপর কিন্তু সেই চিরাচরিত প্রথাকে ভেঙে এক ব্যতিক্রমী পুজো হয় এই মন্দিরে।
advertisement

করমা গ্রামের এই বামা কালীর পুজো হয় অব্রাহ্মণ পরিবারের হাতে। প্রজন্মের পর প্রজন্ম এই ভাবেই কর্মকার পরিবার জাগ্ৰত মা বামা কালীর পুজো করে আসছেন।

বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই পুজোয়  আসেন। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন মহাবীর কর্মকার। তিনি এই পুজো করে আসছেন বিগত ৫৮ বছর ধরে। শুধু পুজো নয় প্রতিমাও নিজের হাতে গড়েন তিনি।

advertisement

আরও পড়ুন: নামমাত্র বিনিয়োগে গোছা গোছা টাকা! সহজেই বানান মোমবাতি! ‘এই’ টিপস জানলেই খুলে নিতে পারবেন আস্ত কারখানা

এ বিষয়ে মহাবীর কর্মকার বলেন, বছরের পর বছর তাদের পূর্বপুরুষেরা যে নিয়ম রীতি মেনে এই পুজো করেছেন তিনিও সেই ভাবেই এই কালীপুজো করে আসছেন। তাদের মন্দিরের মা কালী খুবই জাগ্রত। ভক্তের মনোবাসনা পূরণ করেন মা। বংশপরম্পরায় আগামী দিনেও তারা এই পুজো করবেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু যেন কাশ্মীরের বৈসারন ভ্যালি, বাংলার এই জেলা ট্যুরিস্টদের স্বাগত জানাচ্ছে
আরও দেখুন

কালী পুজোকে কেন্দ্র করে বলরামপুরের করমা গ্রাম একেবারেই উৎসবের চেহারা নেয়। কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এই মন্দিরে। বিগত ২০০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে বলরামপুরের এই কালীপুজো। সারা বছর গোটা গ্রাম এই পুজোর অপেক্ষায় থাকে। জেলার অন্যতম প্রাচীন পুজো এটি। ‌

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বলরামপুরের 'জাগ্রত' বামাকালী! পুজোয় রয়েছে বিশেষ প্রথা, দূর-দূরান্ত থেকে আসেন ভক্তরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল