করমা গ্রামের এই বামা কালীর পুজো হয় অব্রাহ্মণ পরিবারের হাতে। প্রজন্মের পর প্রজন্ম এই ভাবেই কর্মকার পরিবার জাগ্ৰত মা বামা কালীর পুজো করে আসছেন।
বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এই পুজোয় আসেন। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন মহাবীর কর্মকার। তিনি এই পুজো করে আসছেন বিগত ৫৮ বছর ধরে। শুধু পুজো নয় প্রতিমাও নিজের হাতে গড়েন তিনি।
advertisement
এ বিষয়ে মহাবীর কর্মকার বলেন, বছরের পর বছর তাদের পূর্বপুরুষেরা যে নিয়ম রীতি মেনে এই পুজো করেছেন তিনিও সেই ভাবেই এই কালীপুজো করে আসছেন। তাদের মন্দিরের মা কালী খুবই জাগ্রত। ভক্তের মনোবাসনা পূরণ করেন মা। বংশপরম্পরায় আগামী দিনেও তারা এই পুজো করবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালী পুজোকে কেন্দ্র করে বলরামপুরের করমা গ্রাম একেবারেই উৎসবের চেহারা নেয়। কাতারে কাতারে ভক্তের সমাগম হয় এই মন্দিরে। বিগত ২০০ বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছে বলরামপুরের এই কালীপুজো। সারা বছর গোটা গ্রাম এই পুজোর অপেক্ষায় থাকে। জেলার অন্যতম প্রাচীন পুজো এটি।