মোহন দাস বৈরাগ্যর পরিবারের তরফ থেকে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে তিনি আওচা মাখালতোড় মাঠে কাজ করতে যান। সেখান থেকে তিনি ফিরছিলেন। হঠাৎই শুরু হয় কালবৈশাখীর ঝড় ও বৃষ্টি। তখনই বজ্রপাতে মৃত্যু হয় ঐ ব্যাক্তির বলেই জানা গিয়েছে।
মাটির নীচ থেকে কিসের শব্দ আসছে? খুঁড়তে খুঁড়তে বেরিয়ে পড়ল এমন এক ‘জিনিস’…যা দেখে হতবাক সবাই!
advertisement
লম্বাটে আবার গোড়ায় গোল! বাড়ছে মাটন ‘চুস্তা’র জনপ্রিয়তা…জানেন খাসির কোন অঙ্গ থেকে তৈরি হয় এটি?
পরিবারের তরফ থেকে আরও জানা যায়, ফোন মারফৎ খবর পেয়ে তারা যান মাঠে সেখানেই দেখেন রাস্তার ধারে একটি ঘরের পাশে মোহন দাস বৈরাগ্য মারা গেছেন। তাকে উদ্ধার করে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা দেন। অন্যদিকে এই ঘটনায় এক শিশু তারও মৃত্যু হয়েছে।
বাড়ির বাগান ভরে থাকবে জবা ফুলে, গোড়ায় দিন এই জিনিস… ফুল রাখার জায়গা পাবেন না!
শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আকাশে ঘন কালো মেঘ জমে যায়, শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। আমাদের পরিবারের শিশু সন্ধ্যার সময় মাঠের পাশে রাস্তার ধারে খেলা করছিলেন। আর তখনই হঠাৎই বৃষ্টি শুরু হলে ঐ চাষী এবং ছোট শিশু রাস্তার ধারে ষ আশ্রয় নিতে একটি কুঁড়েঘরে ঢোকেন তারা। আর বজ্রপাতে সব শেষ হয়ে যায় নিমেষেই। প্রাণ যায় দু’জনের।
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সালার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
কৌশিক অধিকারী