প্রবল ভক্তি ও উৎসাহ নিয়ে প্রতিবছর এই উৎসব পালন করা হয়। নদীর বুকে হাজার হাজার প্রদীপ ভাসমান অবস্থায় একটি সুন্দর ও অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করে। প্রচুর মানুষজন সেই দৃশ্য দেখতে আসেন। এই উৎসব নিয়ে সুনীল দাস নামে এক ব্যক্তি বলেন, “প্রতিবছর আমরা এখানে আসি। গঙ্গায় প্রদীপ ভাসানো হয়। গঙ্গা আরতি হয়। ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজোও হয়।”
advertisement
আরও পড়ুনঃ গাছের গায়ে রঙের ‘খনি’! এই ছত্রাক থেকেই তৈরি হচ্ছে ভেষজ রঙ, হাবরায় চলছে সংগ্রহ করার কাজ
অপরদিকে আর মাত্র কয়েকমাস পর গঙ্গাসাগর মেলা রয়েছে। সেই মেলা উপলক্ষ্যে কলকাতার বাবুঘাট থেকে বজবজ, ফলতা হয়ে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ হয়ে সাগর পর্যন্ত এইরকম পুজোর আয়োজন করা হয়। এই পুজো ও গঙ্গারতি এখন চলবে। সাধারণ মানুষজনের মধ্যে এই নিয়ে বিপুল উৎসাহ থাকে। গঙ্গাসাগর মেলার সময় এই গঙ্গারতি শেষ হবে সাগরে। তার আগে বিভিন্ন জায়গায় পুজো ও গঙ্গারতি হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে কাকদ্বীপের গঙ্গারতির সূচনা যেন সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। গঙ্গাবক্ষে হাজার হাজার প্রদীপ ভাসানোর ফলে এক মায়াবী পরিস্থিতি সৃষ্টি হয়। এই গঙ্গারতি সকলের নজর কেড়েছে। হুগলি নদীর বক্ষে দীর্ঘক্ষণ এই প্রদীপ ভাসমান অবস্থায় ছিল। কাকদ্বীপ লট এইটের নদীর পাড়ে এই দৃশ্য দেখেন বহু পূণ্যার্থীরাও। সাগরে যাওয়ার পথে এই দৃশ্য তাঁদের নজর কেড়ে নেয়। যার ফলে খুশি সকলেই।





