TRENDING:

Anubrata Mondal Kajal Sheikh meeting: অনুব্রত ফিরতেই তিনি কোণঠাসা? পাঁচ দিন পর অবশেষে সময় হল কাজলের

Last Updated:

অনুব্রত ফিরে আসতেই বীরভূমে মাথাচাড়া দিয়েছে কাজল শেখ এবং কেরিম খানের দ্বন্দ্ব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: পাঁচ দিন হল বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল৷ এই পাঁচ দিনে জেলার তাবড় নেতারা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে ভিড় করেছেন তাঁর বাড়ি নয়তো দলীয় কার্যালয়ে৷ যদিও শুক্রবার পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেননি বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ৷ বীরভূমের রাজনীতিতে যিনি অনুব্রত মণ্ডলের বিরোধী শিবিরের নেতা হিসেবেই বরাবর পরিচিত৷
অনুব্রত-কাজল সাক্ষাৎ৷
অনুব্রত-কাজল সাক্ষাৎ৷
advertisement

শেষ পর্যন্ত শনিবার বিকেলে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে আসেন কাজল শেখ৷ দু জনের মধ্যে প্রায় আধ ঘণ্টা কথা হয়৷ বেরনোর সময় কাজল শেখ দাবি করেন, সৌজন্য সাক্ষাৎ করতেই অনুব্রতর কাছে এসেছিলেন তিনি৷ অনুব্রতর শরীরেরও খোঁজ নিয়েছেন৷ কাজল শেখ দাবি করেন, আমাদের মধ্যে কোনও দূরত্ব নেই, কোনওদিন ছিলও না৷

advertisement

আরও পড়ুন: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট

কাজল শেখ মুখে যাই বলুন না কেন, অনুব্রত ফিরতেই বীরভূমে কাজল অনুগামীরা কোণঠাসা বলে খবর৷ অনুব্রতর গ্রেফতারির পর বীরভূমে কাজল শেখের নেতৃত্বেই কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুব্রত ফিরে আসতেই বোলপুরের দলীয় কার্যলয় থেকে কাজল শেখ সহ কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দেওয়া হয়৷ যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছিলেন কাজল শেখ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলের দরে সস্তা নাকি পকেটে কোপ? ভাইফোঁটায় ইলিশ কিনতে কালঘাম ছুটবে নাকি মধ্যবিত্তের?
আরও দেখুন

আবার অনুব্রত ফিরে আসতেই বীরভূমে মাথাচাড়া দিয়েছে কাজল শেখ এবং কেরিম খানের দ্বন্দ্ব৷ নানুরের নেতা কেরিম খান অনুব্রতর অন্যতম ঘনিষ্ঠ নেতাদের মধ্যে একজন৷ ফলে অনুব্রতর সঙ্গে কাজলের সাক্ষাতে দূরত্ব সত্যিই কতটা মিটল, সংশয় থাকছেই৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal Kajal Sheikh meeting: অনুব্রত ফিরতেই তিনি কোণঠাসা? পাঁচ দিন পর অবশেষে সময় হল কাজলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল