Anubrata Mondal financial crisis: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট

Last Updated:

দু বছর ধরে তাঁর এবং মেয়ে সুকন্যা মণ্ডল জেল বন্দি ছিলেন৷ একটানা আদালতে চলেছে মামলা, অনুব্রত- সুকন্যার হয়ে কখনও সুপ্রিম কোর্ট, কখনও দিল্লি হাইকোর্টে সওয়াল করেছেন দুঁদে আইনজীবীরা দশ লক্ষ টাকার বেল বন্ড দিয়ে জামিন পেয়েছেন অনুব্রত নিজে৷

অনুব্রত মণ্ডল৷
অনুব্রত মণ্ডল৷
বোলপুর: দু বছর ধরে তাঁর এবং মেয়ে সুকন্যা মণ্ডল জেল বন্দি ছিলেন৷ একটানা আদালতে চলেছে মামলা, অনুব্রত- সুকন্যার হয়ে কখনও সুপ্রিম কোর্ট, কখনও দিল্লি হাইকোর্টে সওয়াল করেছেন দুঁদে আইনজীবীরা দশ লক্ষ টাকার বেল বন্ড দিয়ে জামিন পেয়েছেন অনুব্রত নিজে৷ তদন্ত চলাকালীন অনুব্রত মালিকানাধীন বহু সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
মামলা মোকদ্দমার বিপুল খরচের জেরেই সম্ভবত আর্থিকভাবে বেশ বিপাকে পড়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি৷ অনুব্রত নিজের মুখেই সেকথা স্বীকার করে নিয়েছেন৷ যে কারণে শুক্রবার বীরভূমের হাটসারেন্দিতে নিজের গ্রামের বাড়িতে গিয়ে অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর পুজোয় গ্রামের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করতে পারবেন না৷ অনুব্রত জানিয়ে দেন, ‘এবার আর খাওয়া-দাওয়া করাবো না। আমার আর্থিক অবস্থা সে রকম নেই।’
advertisement
advertisement
দু বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত৷ শুক্রবার তাঁকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা৷ অনুব্রত বলেন, ‘আমার পৈতৃক বাড়ি৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন৷ এখানে বড় হয়েছেন৷ তাই গ্রামের বাড়িতে এলাম৷ পুজোয় সপ্তমীর দিন আসব৷’
advertisement
অনুব্রতকে প্রশ্ন করা হয়, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তাঁর কথা হল কি না৷? জবাবে অনুব্রত বলেন, গ্রামের গরিব মানুষের সঙ্গেই আমার যোগাযোগ৷ রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না৷ প্রসঙ্গত জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসেও আক্ষেপের সুরেই অনুব্রত বলেছিলেন, ‘পাপের শাস্তি পেয়েছি৷’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal financial crisis: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement