Anubrata Mondal financial crisis: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Indrajit Ruj
Last Updated:
দু বছর ধরে তাঁর এবং মেয়ে সুকন্যা মণ্ডল জেল বন্দি ছিলেন৷ একটানা আদালতে চলেছে মামলা, অনুব্রত- সুকন্যার হয়ে কখনও সুপ্রিম কোর্ট, কখনও দিল্লি হাইকোর্টে সওয়াল করেছেন দুঁদে আইনজীবীরা দশ লক্ষ টাকার বেল বন্ড দিয়ে জামিন পেয়েছেন অনুব্রত নিজে৷
বোলপুর: দু বছর ধরে তাঁর এবং মেয়ে সুকন্যা মণ্ডল জেল বন্দি ছিলেন৷ একটানা আদালতে চলেছে মামলা, অনুব্রত- সুকন্যার হয়ে কখনও সুপ্রিম কোর্ট, কখনও দিল্লি হাইকোর্টে সওয়াল করেছেন দুঁদে আইনজীবীরা দশ লক্ষ টাকার বেল বন্ড দিয়ে জামিন পেয়েছেন অনুব্রত নিজে৷ তদন্ত চলাকালীন অনুব্রত মালিকানাধীন বহু সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
মামলা মোকদ্দমার বিপুল খরচের জেরেই সম্ভবত আর্থিকভাবে বেশ বিপাকে পড়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি৷ অনুব্রত নিজের মুখেই সেকথা স্বীকার করে নিয়েছেন৷ যে কারণে শুক্রবার বীরভূমের হাটসারেন্দিতে নিজের গ্রামের বাড়িতে গিয়ে অনুব্রত জানিয়ে দিয়েছেন, এবার আর পুজোয় গ্রামের মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি করতে পারবেন না৷ অনুব্রত জানিয়ে দেন, ‘এবার আর খাওয়া-দাওয়া করাবো না। আমার আর্থিক অবস্থা সে রকম নেই।’
advertisement
advertisement
দু বছর পর অবশেষে গ্রামের পুজোয় আবারও থাকতে পারবেন অনুব্রত৷ শুক্রবার তাঁকে দেখতে ভিড়ও করেন গ্রামবাসীরা৷ অনুব্রত বলেন, ‘আমার পৈতৃক বাড়ি৷ আমার দাদু-বাবা এই গ্রামে জন্মেছেন৷ এখানে বড় হয়েছেন৷ তাই গ্রামের বাড়িতে এলাম৷ পুজোয় সপ্তমীর দিন আসব৷’
advertisement
অনুব্রতকে প্রশ্ন করা হয়, গ্রামের বাড়িতে আত্মীয়দের সঙ্গে তাঁর কথা হল কি না৷? জবাবে অনুব্রত বলেন, গ্রামের গরিব মানুষের সঙ্গেই আমার যোগাযোগ৷ রক্তের সম্পর্ক আর রাখতে চাইছি না৷ প্রসঙ্গত জামিন পেয়ে বোলপুরে ফিরে দলীয় কার্যালয়ে বসেও আক্ষেপের সুরেই অনুব্রত বলেছিলেন, ‘পাপের শাস্তি পেয়েছি৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2024 7:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal financial crisis: মামলা মোকদ্দমাতেই নিঃস্ব অনুব্রত? অবস্থা আর আগের মতো নেই, স্বীকার করলেন কেষ্ট