বস্তুত রাজ্যপালের সঙ্গে রাজ্যের তীব্র সংঘাত বেঁধেছে। এমনকী রাজ্যপালের বিরুদ্ধে 'স্বতন্ত্র' প্রস্তাব আনার কথা বলেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তৃণমূল কংগ্রেসের এই পরিকল্পনা ঘিরে রাজনৈতিক মহলের সর্বত্র চর্চা চলছে৷ তবে এই স্বতন্ত্র প্রস্তাব বিষয়টি একেবারেই নজিরবিহীন নয়। এর আগে বাংলার প্রাক্তন রাজ্যপাল ধরমবীর ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের বিরুদ্ধেও স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: নদীয়ার ৯ বছরের কন্যার কীর্তি, বঙ্গবাসী হিসেবে গর্বিত হবেন আপনিও!
তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এ বিষয়ে জানিয়েছেন, তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর ড্রাফট নিয়ে প্রশংসা করেছিলেন। ইতিমধ্যেই তৃণমূল দাবি করেছে, 'স্বাধীনতার পর বাংলায় অনেক রাজ্যপাল এসেছেন, বিতর্কে জড়িয়েছেন। কিন্তু তারা কখনওই সাংবিধানিক গণ্ডি লঙ্ঘন করেননি। ভুলেও যাননি তাঁদের পদটা আসলে আলঙ্কারিক। তাঁরা সাংবিধানিকভাবে শীর্ষে থাকলেও আসলে ক্ষমতা কিন্তু রয়েছে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই৷ তাঁদের সিদ্ধান্তকে তিনি সাংবিধানিক রূপ দেন। কিন্তু রাজ্যের বর্তমান রাজ্যপাল মনে করেন, তিনিই বোধহয় রাজ্যের শেষ কথা।'
আরও পড়ুন: রবিবার এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা, কিন্তু বাংলায় ফের হবে বৃষ্টি! যা পূর্বাভাস...
এই পরিস্থিতিতে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের প্রতিবাদ জানালেন অভিনব পথে। এদিন রাজ্যপালের ওই অনুষ্ঠানের শেষে নিউজ 18 বাংলা-কেও রাজ্যের বনমন্ত্রী বলেন, ''আমাকে মঞ্চে ডাকা হয়েছিল। কিন্তু রাজ্যপাল অর্জুন সিংকে পাশে নিয়ে বসলেন। অর্জুন তো একজন পেশাদার খুনি। সেই প্রতিবাদেই আমি মঞ্চে বসিনি।''
