এদিন তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষভাবে বরণ করেও নেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে। বিধায়কের সঙ্গে ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবরা পুলিশ আধিকারিক অনুপম চক্রবর্তী সহ দলীয় নেতাকর্মীরা। এদিন পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, হাবরার উন্নয়নই তাঁর কাছে এখন পাখির চোখ। যে অসমাপ্ত কাজ রয়েছে, তা পূরণ করারও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প হাবরায় পানীয় জল পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই ২৬০০০ বাড়িতে পৌঁছেছে জলের কানেকশন। হাসপাতালে নতুন বিল্ডিংও তৈরি হয়ে গিয়েছে, চলছে শেষ মুহূর্তের ইলেকট্রিক্যাল কাজ।
advertisement
আরও পড়ুন: রাত তিনটেয় ঘটল ঘটনাটা! সোদপুর স্টেশনে ১১ ঘণ্টা পড়ে ‘বাপ্পা’র দেহ! শিউরে ওঠা ঘটনা
স্কুল-কলেজের পাশাপাশি হাসপাতাল গুলিতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। বাউগাছিতে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ পরিষেবা যুক্ত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও এদিন শুভেচ্ছা জানান জ্যোতিপ্রিয়।এতদিন পর দলীয় কর্মী সমর্থকদের মাঝে আসতে পেরে ভাল লাগছে বলে জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
তিনি বলেন, ”কর্মীরাই দলের আসল সম্পদ, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক দল করলে সেটা বেশি ভাল হয়। একটা কর্মী তৈরি করা অনেক কঠিন।” প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে, নিজের বিধানসভা এলাকায় এসে ‘বালু’ যেন পুরনো মেজাজ-ই ধরে রাখার চেষ্টা চালালেন। এদিন দিনভর কর্মসূচি রয়েছে তাঁর। যোগ দেবেন বেশ কয়েকটি দলীয় বনভোজনেও।
—- Rudra Narayan Roy