বাংলায় পাট চাষে অন্যতম উৎপাদনশীল জেলা উত্তর ২৪ পরগনা। এখানে এবার পাটের ভাল ফলন হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। এলাকার পুকুর, খালবিল, নদীনালা থেকে ছোট-বড় জলাশয়ে পাট জাঁক দেওয়া বা পচানোর জন্য পর্যাপ্ত জল না থাকায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে।
আরও পড়ুন: বিষ্ণুপুরে না হয়েও এই মন্দিরে দেখা যায় টেরাকোটা শিল্প! শ্রাবণ মাস এলেই উপচে পড়ে ভিড়
advertisement
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ১০ টি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে পাট চাষ হয়। পাট কাটার পরে সেই পাটকে জলে পচিয়ে তার থেকে পাট-কাঠি ও পাট তন্তু আলাদা করতে দরকার হয় প্রচুর পরিমাণে জলের। জলাশয়ের মধ্যে পাটকে ফেলে রেখে পচানো হয়। কিন্তু এবার বর্ষাকালেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট পচানো ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে মোটা টাকা দিয়ে জল কিনে সেচের মাধ্যমে কাজ সারছেন কৃষকরা। এতে খরচ অনেক বেড়ে গিয়েছে। বহু চাষি ঋণ করে পাট চাষ করেছিলেন। সব মিলিয়ে বৃষ্টির অভাবে পাট চাষিদের বেহাল অবস্থা।
জুলফিকার মোল্যা