TRENDING:

‘আমি রাজনীতিতে আসতে পারি, কিন্তু…’, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কী বললেন বিচারপতি?

Last Updated:

Justice Abhijit Ganguly: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। নেতার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক জল্পনা শুরু। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন খোদ বিচারপতি। রাজনীতিতে আসা নিয়ে দিলেন বড় বার্তা।
কী বললেন বিচারপতি?
কী বললেন বিচারপতি?
advertisement

বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের মন্তব্য ও পাল্টা মন্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমি শুনেছি। এসব ব্যাপারে আমি কিছু বলব না।’ তবে তিনি এও বলেন, “অবসর নেওয়ার পর আমি রাজনীতিতে আসতে পারি। তবে সেটা দলীয় রাজনীতি নাও হতে পারে। পার্টি পলিটিক্স নাও হতে পারে।”

advertisement

আরও পড়ুন: আজই কি ‘সদস্য’ পদে কোপ? মহুয়া ইস্যুতে সরগরম হতে পারে লোকসভার শীত অধিবেশন

প্রসঙ্গত, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি চাইব ভবিষ্যতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতো মানুষকে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক। তা যদি হয়, আমি কায়মনোবাক্যে এই মানুষটাকে ভোট দিতে সবার আগে লাইনে দাঁড়াব।”

এদিকে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বিচারপতিদের নিয়ে মানুষের আশা, ভরসা থাকবে এটাই তো স্বাভাবিক। ওঁর প্রতিও সাধারণ মানুষের বিশেষত বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা আস্থার জায়গা অবশ্যই তৈরি হয়েছে।’

advertisement

আরও পড়ুন: রক্তচক্ষু নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’! সোমেই ল্যান্ডফল, আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে কত?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে অধীরের পাল্টা দিয়েছে তৃণমূল। কংগ্রেস নেতার মন্তব্যের প্রতিক্রিয়া দিয়ে তৃণমূল কংগ্রেস শান্তনু সেন জানান, ‘আগে সুপ্রিম কোর্টের এক বিচারপতি কেন্দ্রের তল্পিবাহকতা করে রাজ্যসভার সাংসদের আসনে বসেছেন। পশ্চিমবঙ্গেও সেই রকম প্রবণতা দেখা যাচ্ছে। এটা শূন্য কংগ্রেস এবং শূন্য বামেদের একটি যৌথ প্রস্তাব বলে মনে হচ্ছে। কিছুই না তৃণমূলের বিরুদ্ধে বিজেপির শক্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমি রাজনীতিতে আসতে পারি, কিন্তু…’, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়! কী বললেন বিচারপতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল