TRENDING:

Howrah Accident: সদ্য মাধ্যমিক পাশ করেছে ২জন! কে জানত ভাগ্যে রয়েছে এই অভিশাপ? রাস্তায় যা ঘটল তাদের সঙ্গে...

Last Updated:

হাওড়ার বাগনান থানা এলাকার খালনা রোডের ধারে তিনজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০) রিতেশ ঘোষ (১৬) রাকেশ মন্ডল (১৬), উল্লেখ্য মৃতদের রিতেশ ও রাকেশ সদ্য মাধ্যমিক পাশ করেছে<br>

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: মর্মান্তিক ঘটনা হাওড়ার বাগনানে৷ গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন জনের মৃত্যু! সকালে একসঙ্গে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার খালনা রোডের ধারে তিনজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০) রিতেশ ঘোষ (১৬) রাকেশ মণ্ডল (১৬)।
সদ্য মাধ্যমিক পাশ করে কালী পুজো থেকে ফেরার পথে মৃত্যু ২  ছাত্র সহ অন্য ১ 
সদ্য মাধ্যমিক পাশ করে কালী পুজো থেকে ফেরার পথে মৃত্যু ২ ছাত্র সহ অন্য ১ 
advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয়রা যাতায়াতের সময়। রাস্তার ধারে তিনটি দেহ পড়ে থাকতে দেখে। তার পাশেই চোট আঘাত যুক্ত মোটরসাইকেল পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে, স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

জানা গিয়েছে ওই তিনজন জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল আত্মীয়ের বাড়ি। সেখান থেকেই ফেরার পথে মর্মান্তিক পরিণতি। পুলিশের প্রাথমিক অনুমান অনুষ্ঠান শেষে রাত্রে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি একটি গাছে ধাক্কা মারে। বাইকটির গতি বেশি থাকায় আঘাত লাগে মোটরবাইকে থাকা তিনজন বাইক আরোহিত।

View More

আরও পড়ুনRekha House: ১০০ কোটির রেখার বাড়ির সামনে কে কার হাত ধরে রয়েছেন?sea facing এই বাংলো কেন এত জনপ্রিয়?

advertisement

পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে মোটর বাইক চলায় এই মর্মান্তিক ঘটনা। উল্লেখ্য মৃতদের রিতেশ ও রাকেশ সদ্য মাধ্যমিক পাশ করেছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
শিশুদের করুণ অবস্থা! হাজার আলোর ভিড়ে সমাজের 'অন্ধকার' দেখবেন এই মণ্ডপে
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Accident: সদ্য মাধ্যমিক পাশ করেছে ২জন! কে জানত ভাগ্যে রয়েছে এই অভিশাপ? রাস্তায় যা ঘটল তাদের সঙ্গে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল