আরও পড়ুনঃ শহর ছাড়িয়ে এবার গ্রামাঞ্চল পরিষ্কারে জেলা প্রশাসন, নেওয়া হল এই বিশেষ উদ্যোগ
হাসপাতালের চিকিৎসকরা শুক্রবার সকাল থেকেই রোগী দেখছেন। তবে ৩৬ ঘণ্টা টানা কাজ করা প্রসঙ্গে চিকিৎসকরা জানান, এটা হাসপাতালের পরিকাঠামোগত বিষয়। তবে সুপ্রিম কোর্ট যদি এই রায় দিয়ে থাকে তাহলে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশমতো ডাক্তারদের কাজের সময় করতে হবে। টানা ডিউটি করলে সত্যিই প্রবল অসুবিধা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। ফলে সর্বোচ্চ আদালতের পদক্ষেপে তাঁরা কিছুটা হলেও সন্তুষ্ট।
advertisement
রোগী ও তাঁদের পরিজনদের দুর্দশা কথা মাথায় রেখে চিকিৎসকরা আবার আউটডোরে ফিরে আসায় দীর্ঘ অচলাবস্থার অবসান হলো বলে মনে করছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে দীর্ঘ প্রায় ১০ দিন বাদে খুলল হাসপাতালের বহির্বিভাগ। এতে খুশি রোগী ও তাঁদের পরিবারে সদস্যরা।
মৈনাক দেবনাথ