গত সোমবার সাত সকালে জয়নগরের বামনগাছিতে নিজের বাড়ির কাছেই খুন হন এলাকার পরিচিত তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর৷ এই খুনের পিছনে সরাসরি স্থানীয় সিপিএম কর্মীদেরই দায়ী করেন সইফুদ্দিনের বাবা ইলিয়াস৷ তৃণমূল নেতার খুনের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়৷ অভিযোগ, সোমবারই সকাল ৭টা নাগাদ বামনগাছি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোলুয়াখাঁকি নস্কর পাড়া এলাকায় হামলা চালায় তৃণমূল কর্মীদের একাংশ। পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৩০-৪০টি বাড়ি৷ এই এলাকায় মূলত সিপিএম কর্মীদের বাস বলে স্থানীয় সূত্রের খবর।
advertisement
পুলিশ জানিয়েছে, তৃণমূল নেতাকে গুলি করে খুন করার পিছনে ‘মাস্টারমাইন্ড’ ছিল আসলে এই ‘সিপিএম কর্মী’ আনিসুর লস্কর৷ এই আনিসুরও দলুয়াখাঁকির বাসিন্দা। সইফুদ্দিন খুন হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল এই ‘সিপিএম কর্মী’৷ মোবাইল টাওয়ারের লোকেশন ধরে চলছিল খোঁজ। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে টাওয়ার লোকেশন পায় পুলিশ। কিন্তু, পুলিশ পৌঁছনোর আগেই সেখান থেকে বেপাত্তা হয়ে যায় আনিসুর।
আরও পড়ুন: বগটুই কাণ্ডের ছায়া জয়নগরে! তৃণমূল নেতা খুন, দাউ দাউ করে জ্বলছে গোটা গ্রাম
এরপরে পুলিশের কাছে খবর আসে নদিয়ার রানাঘাটে গা ঢাকা দিয়েছে আনিসুর। সেখানেও শুরু হয় জোরদার তল্লাশি। পরবর্তীকালে নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় আনিসুর লস্করকে। নিহত তৃণমূল নেতার পরিবারের পক্ষ থেকে যে এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানেও নাম রয়েছে এই আনিসুরের।