ক্যামেরায় ধরা পড়ে সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রান্ত হওয়ার দৃশ্য। দেখা যায়, এক মহিলা কর্মীকেও সাংবাদিকদের গায়ে হাত তুলতে। এমনকি এক সাংবাদিকের জামা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন বাগুইআটি থানার পুলিশকর্মীরা। তাঁদের সামনেই হোটেল কর্মীদের সঙ্গে শুরু হয় তীব্র ধস্তাধস্তি। পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ড কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
advertisement
আরও পড়ুনঃ এশিয়া কাপেও একাদশে সুযোগ হবে না ভারতের তারকা স্পিনারের! বড় দাবি টিম ইন্ডিয়ার তারকার
এদিকে, সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে সংবাদমহলে। পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ইতিমধ্যেই অভিযুক্ত হোটেল কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের আতঙ্কের মধ্যেই সাংবাদিকদের উপর হামলার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।