TRENDING:

Kamarhati: বাড়ির সামনে জোড়া পায়খানা মোড়! কাউন্সিলরের কাছে বাসিন্দাদের আবেদন, 'নাম বদলে দিন'

Last Updated:

Kamarhati News: জোড়া পায়খানা মোড়! কাউকে বাড়ির সামনে ল্যান্ডমার্ক বলতে লজ্জা পান স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কামারহাটি: জোড়া পায়খানা মোড়। না এই ঠিকানা সেভাবে কোনও অ্যাড্রেস প্রুফে উল্লেখ করতে হয় না। তবে কাউকে বাড়িতে ডাকতে হলে ল্যান্ড মার্ক হিসেবে তো বলতে হয়। যাঁকে বলা হয় সে তো প্রথমে হেসে কুটোপাটি খায়। অনেক সময় ডেলিভারি বয়কে রাস্তা চেনাতে বলতে হয়, ওই জোড়া পায়খানা মোড়ের কাছে। আবার অন্য জায়গা থেকে আসা বন্ধুকে বাড়ি চেনাতেও বলতে হয় ল্যান্ডমার্কের নাম। আর এই নাম নিয়েই এলাকাবাসীদের যত লজ্জা!
advertisement

জোড়া পায়খানা মোড়। নামেই বিড়ম্বনা। এমন নাম আবার কাউকে মুখ ফুটে বলা যায় নাকি! তাই কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ঠিকানা বলতে যত সংকোচ। যদিও এই জোড়া পায়খানা মোড়ের নাম কোনও অ্যাড্রেস প্রুফে সেভাবে উল্লেখ করতে হয় না। কিন্তু এলাকাবাসী এবার ল্যান্ডমার্ক হিসেবেও এই নাম ব্যবহার করতে চাইছেন না। এমন ল্যান্ডমার্কের নাম উল্লেখ করলেই হাসাহাসি শুরু হয়ে যায়।

advertisement

আরও পড়ুন- সকাল হতেই বাড়িতে হাজির, ভরসার আলমগীর-মান্নানদের কাঁধেই শেষযাত্রায় বাসন্তী দে

জোড়াপায়খানার মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা বহুদিন ধরেই এই ল্যান্ডমার্কের নাম বদলের আর্জি জানাচ্ছেন। তবে কে শোনে কার কথা! নাম একবার পড়ে গেলে আর কী সহজে সরানো যায়! ভোট আসে, ভোট যায়। আবেদন সত্ত্বেও কেউ নাম বদলের উদ্যোগ নেয় না। কিন্তু এবার কার্যত একটু জোর করেই ল্যান্ডমার্কের নাম বদলের জন্য আর্জি জানিয়েছিলেন বাসিন্দারা। ভোট প্রার্থীদের কাছে বাসিন্দাদের দাবি ছিল, জোড়া পায়খানা নামটা সবার আগে বদলে দিতে হবে।

advertisement

কোনও এক সময় ওই এলাকায় জোড়া পায়খানা ছিল। সেই থেকে এই মোড়ের এমন অদ্ভুত নাম। তবে এলাকাবাসীরা এবার আশাবাদী, যাঁকে ভোট দিয়ে জেতানো হয়েছে তিনি নিশ্চয়ই এবার জনগণের আবদার মেটাবেন। এমন ল্যান্ডমার্কের সামনে কাউকে ডাকতে গিয়ে বেজায় সমস্যা হয় বাসিন্দাদের। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লেখালেখিও করেছেন এলাকার অনেকে।

আরও পড়ুন- বাঁকুড়ায় গেরুয়া শিবিরের খারাপ ফল নিয়ে ক্ষোভ নেতাকর্মীদের, উঠে আসছে বিভিন্ন মত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

১৯ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী লক্ষ্মী বিশ্বাস। তিনি স্থানীয় বাসিন্দাদের দাবি পুরসভার চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে আশার আলো দেখছেন জোড়া পায়খানা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kamarhati: বাড়ির সামনে জোড়া পায়খানা মোড়! কাউন্সিলরের কাছে বাসিন্দাদের আবেদন, 'নাম বদলে দিন'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল