TRENDING:

Job Vacancy: চাকরি পেতে চান, আপনার জেলাতেই এবার অনেক ভ্যাকেন্সি

Last Updated:

Job Vacancy News: পূর্ব বর্ধমান জেলায় বেসরকারি সংস্থায় রয়েছে একাধিক পদে চাকরি, করুন আবেদন , সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন ৭০০১৮২৫৪২২ অথবা ৭৫৫৭৮৩০২৬৩ এই নম্বরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: এ বার (সামিউন অ্যাগ্রম্যারিন এল. এল. পি.) বর্ধমান শাখায় বেসরকারী সংস্থায় কর্মসংস্থানের সুযোগ। নিজস্ব যোগত্যার নিরিখে মিলবে চাকরি সেই সঙ্গে সামিউন অ্যাগ্রম্যারিন নামক এই বেসরকারী সংস্থার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং হিন্দি ও ইংরেজি ভাষায় অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার রয়েছে।
একাধিক পদে চাকরি
একাধিক পদে চাকরি
advertisement

সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ডেভেলপার (Social Media Branding Developer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। এবং শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

advertisement

দক্ষতা :- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে

১) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন সামগ্রী তৈরি এবং ব্র্যান্ডিং বিপণনে দক্ষতা থাকতে হবে। যেমনঃ- Facebook, YouTube, Linkedin ইত্যাদি প্লাটফর্ম।

২) একটি নির্দিষ্ট 2D / 3D অ্যানিমেশনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা জ্ঞান।

৩) ভিডিও এডিটিং-এ বিশেষ দক্ষতা।

প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯৫০০ টাকা থেকে ১৬৫০০ টাকা (অভিজ্ঞতার উপর ভিত্তি করে) এবং ইনসেনটিভ দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন –  Jalpaiguri News: অসুস্থ বাইক অ্যাম্বুলেন্স দাদা! নিজের বাইক অ্যাম্বুলেন্সেই নিয়ে যাওয়া হল হাসপাতালে

সেলস ম্যানেজার পদের জন্য মোট (১) এক জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

advertisement

আরও পড়ুন –  Happy Birthday Virat Kohli: কাঁড়িকাঁড়ি সম্পত্তি, অসংখ্য গাড়ি-বাড়ি, প্রিয় নারীকে নিয়ে সুখের সংসার, জানুন বিপুল সম্পত্তির পরিমাণ

দক্ষতা :-কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹18,500/- থেকে ₹20,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।

advertisement

অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার পদের জন্য মোট (৬) ছয় জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹12,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।

সেলস প্রোমোটার পদের জন্য মোট (৪২) বিয়াল্লিশ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস । অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া / বাংলা / গুজরাতি / মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹8,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।

কল্টিভেশন ট্রেনার (Field Trainer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।

দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹9,600/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে। (এটি হল দক্ষ বাগানের কাজ বিভিন্ন ধরণের গাছের প্রচার ও চাষ: পরিকল্পনা, স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা ল্যান্ডস্কেপ করা জায়গাগুলি সরকারী জমিতে; এবং জনসাধারণের জন্য উদ্যানপালন কর্মসূচির পরিকল্পনা, পরিচালনা এবং সমন্বয়।)

এই নভেম্বর মাসে ১৯ তারিখ অবধি অর্থাৎ ১৯-১১-২০২৩ অনুযায়ী পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন । ইন্টারভিউর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেয়া হবে ২০ শে নভেম্বর সোমবার।

সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন ৭০০১৮২৫৪২২ অথবা ৭৫৫৭৮৩০২৬৩ এই নাম্বারে ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Banowarilal Chowdhary

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Vacancy: চাকরি পেতে চান, আপনার জেলাতেই এবার অনেক ভ্যাকেন্সি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল