সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ডেভেলপার (Social Media Branding Developer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। এবং শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
advertisement
দক্ষতা :- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে
১) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন সামগ্রী তৈরি এবং ব্র্যান্ডিং বিপণনে দক্ষতা থাকতে হবে। যেমনঃ- Facebook, YouTube, Linkedin ইত্যাদি প্লাটফর্ম।
২) একটি নির্দিষ্ট 2D / 3D অ্যানিমেশনের ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা জ্ঞান।
৩) ভিডিও এডিটিং-এ বিশেষ দক্ষতা।
প্রতিমাসে বেতন দেওয়া হবে ৯৫০০ টাকা থেকে ১৬৫০০ টাকা (অভিজ্ঞতার উপর ভিত্তি করে) এবং ইনসেনটিভ দেওয়া হবে।
আরও পড়ুন – Jalpaiguri News: অসুস্থ বাইক অ্যাম্বুলেন্স দাদা! নিজের বাইক অ্যাম্বুলেন্সেই নিয়ে যাওয়া হল হাসপাতালে
সেলস ম্যানেজার পদের জন্য মোট (১) এক জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা :-কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹18,500/- থেকে ₹20,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
অ্যাসিস্টেন্ট সেলস ম্যানেজার পদের জন্য মোট (৬) ছয় জন কে নেওয়া হবে। পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস। শুধুমাত্র যাদের এক থেকে দু বছরের অভিজ্ঞতা আছে তারাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটি আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹12,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
সেলস প্রোমোটার পদের জন্য মোট (৪২) বিয়াল্লিশ জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস । অভিজ্ঞ এবং যারা একদম নতুন উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যে কোনও আঞ্চলিক ভাষায় যেমন- (অসমীয়া / বাংলা / গুজরাতি / মালয়ালম / মারাঠি / ওড়িয়া / পাঞ্জাবি / তামিল / তেলেগু)। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹8,500/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে।
কল্টিভেশন ট্রেনার (Field Trainer) পদের জন্য মোট (৪) চার জন কে নেওয়া হবে । পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন । এই পদের জন্য নির্বাচিত হতে গেলে যোগ্যতা লাগবে শুধুমাত্র স্নাতক পাস। এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
দক্ষতা:- কমিউনিকেশন স্কিল থাকতে থাকতে হবে হিন্দি, ইংরেজি এবং যেকোনো দুটো আঞ্চলিক ভাষায়। প্রতিমাসে বেতন দেওয়া হবে ₹9,600/- টাকা এবং কাজের উপর ভিত্তি করে ইনসেনটিভ দেওয়া হবে। (এটি হল দক্ষ বাগানের কাজ বিভিন্ন ধরণের গাছের প্রচার ও চাষ: পরিকল্পনা, স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করা ল্যান্ডস্কেপ করা জায়গাগুলি সরকারী জমিতে; এবং জনসাধারণের জন্য উদ্যানপালন কর্মসূচির পরিকল্পনা, পরিচালনা এবং সমন্বয়।)
এই নভেম্বর মাসে ১৯ তারিখ অবধি অর্থাৎ ১৯-১১-২০২৩ অনুযায়ী পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবেন । ইন্টারভিউর মাধ্যমে সকলকে নির্দিষ্ট পদের জন্য নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেয়া হবে ২০ শে নভেম্বর সোমবার।
সিভি পাঠান অথবা সরাসরি যোগাযোগ করুন ৭০০১৮২৫৪২২ অথবা ৭৫৫৭৮৩০২৬৩ এই নাম্বারে ।
Banowarilal Chowdhary