ইতিমধ্যেই রাজ্য সরকারের অর্থপুষ্টে বিশেষ এই অস্থায়ী কাজের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর। আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে, সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট-টেক সাপোর্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনের সময়সীমা অল্প, দ্রুত আবেদন জানান এই পদের জন্য।
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, একটি চুক্তিভিত্তিক অস্থায়ী কাজের জন্য কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। একটি বিশেষ প্রকল্পে অস্থায়ী এই কাজের জন্য সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিশেষ এই প্রকল্পটি স্পন্সর করছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট বিভাগ। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, বিশেষ এই প্রকল্পে কাজের জন্য নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৩৫ হাজার ৪০০ টাকা সাম্মানিক দেওয়া হবে।
এই বিশেষ পদের জন্য একজন কর্মীকে নিয়োগ করবে আইআইটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Design and Preparation of Detailed Project Report and Technical Assistance for Installation of Faecal Sludge Treatment Facilities for Rural Areas in West Bengal (DWBI) এই প্রকল্পের জন্য সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হবে।
আরও পড়ুন: ঠিক ৪ দিন পরই ঘুরে যাবে ভাগ্যের চাকা! বুধ-শুক্রের মহাযুতি, ৪ রাশির কপালে টাকার বৃষ্টি
আবেদনকারীকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর কিংবা ওয়াটার সাপ্লাই বা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ের উপর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স কত হবে ৪০ বছরের মধ্যে। মহিলা আবেদনকারী ছাড়া সকলকেই আবেদনের জন্য ১০০ টাকা দিতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। ওয়াটার সাপ্লাই অথবা ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়ে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কীভাবে আবেদন জানানো যাবে এই পদের জন্য? প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ‘টেম্পোরারি জবস পজিশনে’ গিয়ে আবেদন জানাতে হবে এই পদের জন্য। আবেদন জানানোর শেষ তারিখ ১৩ ডিসেম্বর ২০২৪। তাই দ্রুত আবেদন জানান এই পদের জন্য।
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক: https://erp.iitkgp.ac.in/SricWeb/temporaryJobs.htm
রঞ্জন চন্দ