জানা যাচ্ছে, ৭ দিনের পুলিশ ও আর্মির ট্রেনিংয়ের নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতানো হয়। শতাধিক যুবক-যুবতী এই প্রতারণার শিকার হন বলে খবর। গতকাল গভীর রাত থেকে এই ঘটনা নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। ব্যারাকপুরের মোহনপুর থানার অন্তর্গত শিউলি এলাকায় ঘটনাটি ঘটেছে। এর জেরে আতঙ্কিত এলাকাবাসী।
advertisement
স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন, হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছিল। এরপর ক্লাবের মাঠ পরিষ্কার করা হয়। কিন্তু এমন ভুয়ো এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়নি। এই নিয়ে আতঙ্কে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাঁরা ক্যামেরার সামনে মুখে কুলুপ এঁটেছেন।
ইতিমধ্যেই এই ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছেন। তাঁদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।