বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ জুন ওয়াক ইন ইন্টারভিউয়েপ মধ্য দিয়ে দু’জন নিয়োগ করা হবে। জানা গিয়েছে, একটি মাত্র সার্ভেয়ার পদে নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে। যার এই সার্ভেয়ার পদে কাজের ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, বয়সসীমা হতে হবে ৬৪ বছরের মধ্যে। বেতন ২০০০০ টাকা। সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে একজন কর্মী।
advertisement
অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বেতন প্রতিমাসে ১২০০০ টাকা। আবেদনকারীকে অ্যাকাউন্টেন্ট বিভাগে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই দু’জন কর্মী নিয়োগ করবে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি।
৪ জুন এমকেডিএ অফিসে ভোটার কার্ড, আধার কার্ড, ফিটনেস সার্টিফিকেট সহ একাধিক নথি নিয়ে ইন্টারভিউতে যোগ দিতে হবে। ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে দুজনকে। বিশদে জানতে জেলা প্রশাসনের মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
রঞ্জন চন্দ