TRENDING:

Job News: চাকরি নিয়ে চিন্তার দিন শেষ! এবার এক মহকুমাতেই ৩৩৬ জনকে চাকরি দেবে সরকার, সম্মতি মমতার মন্ত্রীসভার

Last Updated:

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই নতুন করে খুলল চাকরির দরজা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রীর ঘোষণায় সিলমোহর, ষষ্ঠ মহকুমা পেতে চলেছে মুর্শিদাবাদ। নতুন মহকুমার জন্য তৈরি হচ্ছে ১০৯টি চুক্তিভিত্তিক পদ। গত ২২মে ওয়াকফ-আঁচে উত্তপ্ত মুর্শিদাবাদে গিয়ে নতুন মহকুমা গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হচ্ছে। সেই অনুযায়ী, নতুন মহকুমা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে ফরাক্কা। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সামসেরগঞ্জ, সুতি-১ ও ২ ব্লক নিয়ে গঠিত হচ্ছে ফরাক্কা মহকুমা।
মুর্শিদাবাদ জেলায় চাকরির সুযোগ
মুর্শিদাবাদ জেলায় চাকরির সুযোগ
advertisement

মুর্শিদাবাদের ষষ্ঠ মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মমতার মন্ত্রিসভা। তা ছাড়াও পূর্ত, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, অর্থ, আইন এবং পুর দফতর মিলিয়ে ৩৩৬টি পদ সৃষ্টিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

আরও পড়ুন: রাত হলেই আর ডাম্পারের ধাক্কা নয়! এবার যুবকদের ছোট্ট পদক্ষেপেই কামাল, প্রাণের ঝুঁকি কমবে পথ চলতিদের

advertisement

এত দিন মুর্শিদাবাদ জেলায় পাঁচটি মহকুমা ছিল— বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর। নতুন করে হবে ফরাক্কা। অদূর ভবিষ্যতে সামসেরগঞ্জে সেই মহকুমার কার্যালয় গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার ফলে ফরাক্কা এবং সুতির বাসিন্দাদের প্রশাসনিক সুবিধা হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

ফরাক্কা থেকে জঙ্গিপুরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। কিন্তু সামসেরগঞ্জে মহকুমা কার্যালয় হলে ফরাক্কাবাসীকে প্রশাসনিক প্রয়োজনে মাত্র ১৫ কিলোমিটার রাস্তা পেরোতে হবে। ফলে আরও কাজের সুগম তৈরি হবে। সাধারণ মানুষের সুবিধা হবে এই নতুন মহকুমা তৈরি করা হলে।

সেরা ভিডিও

আরও দেখুন
রবি ফসল চাষে আরও বাড়বে লাভ! শুধু মানতে হবে বিশেষজ্ঞের 'এই' কয়েকটি টিপস
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job News: চাকরি নিয়ে চিন্তার দিন শেষ! এবার এক মহকুমাতেই ৩৩৬ জনকে চাকরি দেবে সরকার, সম্মতি মমতার মন্ত্রীসভার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল