মুর্শিদাবাদের ষষ্ঠ মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মমতার মন্ত্রিসভা। তা ছাড়াও পূর্ত, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, অর্থ, আইন এবং পুর দফতর মিলিয়ে ৩৩৬টি পদ সৃষ্টিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
আরও পড়ুন: রাত হলেই আর ডাম্পারের ধাক্কা নয়! এবার যুবকদের ছোট্ট পদক্ষেপেই কামাল, প্রাণের ঝুঁকি কমবে পথ চলতিদের
advertisement
এত দিন মুর্শিদাবাদ জেলায় পাঁচটি মহকুমা ছিল— বহরমপুর, কান্দি, লালবাগ, ডোমকল ও জঙ্গিপুর। নতুন করে হবে ফরাক্কা। অদূর ভবিষ্যতে সামসেরগঞ্জে সেই মহকুমার কার্যালয় গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তার ফলে ফরাক্কা এবং সুতির বাসিন্দাদের প্রশাসনিক সুবিধা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফরাক্কা থেকে জঙ্গিপুরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। কিন্তু সামসেরগঞ্জে মহকুমা কার্যালয় হলে ফরাক্কাবাসীকে প্রশাসনিক প্রয়োজনে মাত্র ১৫ কিলোমিটার রাস্তা পেরোতে হবে। ফলে আরও কাজের সুগম তৈরি হবে। সাধারণ মানুষের সুবিধা হবে এই নতুন মহকুমা তৈরি করা হলে।
কৌশিক অধিকারী






