TRENDING:

Jitendra Tiwari: 'কাল থেকে আমি থাকব, ছেড়ে দেব নাকি?', পুলিশের সামনেই হুঁশিয়ারি জিতেন্দ্রর

Last Updated:

আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি৷ তাঁর ইলেকশন এজেন্ট হয়েছেন জিতেন্দ্র নিজে (Jitendra Tiwari )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল: 'আজকে আমাকে আটকাবে৷ কাল থেকে তো আমি থাকব৷ আমি কি ছেড়ে দেব?' পুলিশের সামনেই এমন হুমকি দিতে শোনা গেল আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tiwari)৷ বিজেপি নেতার বিরুদ্ধে পাল্টা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনেছে তৃণমূল৷
বিতর্কে জিতেন্দ্র তিওয়ারি৷
বিতর্কে জিতেন্দ্র তিওয়ারি৷
advertisement

আসানসোল (Asansol) পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি৷ তাঁর ইলেকশন এজেন্ট হয়েছেন জিতেন্দ্র নিজে৷ এ দিন সকাল থেকেই আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে বুথে ঘুরতে শুরু করেন জিতেন্দ্র৷ তাঁর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখল করে ছাপ্পা ভোট দিচ্ছে৷

আরও পড়ুন: দু' জনেরই ফিরে আসার লড়াই, শিলিগুড়িতে সব নজরে অশোক- গৌতম

advertisement

২৭ নম্বর ওয়ার্ডের হাজি কদম স্কুলে জিতেন্দ্র তিওয়ারি পৌঁছলে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা৷ তাঁদের অভিযোগ, প্রার্থী না হয়ে বুথে ঢুকতে পারেন না জিতেন্দ্র তিওয়ারি৷ তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়৷ জিতেন্দ্রকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেন তৃণমূল কর্মী, সমর্থকরা৷

পাল্টা বচসায় জড়ান জিতেন্দ্রও৷ সামনে থাকা পুিলশকর্মীকে উদ্দেশ করেই বিজেপি নেতা বলেন, 'আজকে আমাকে আটকাচ্ছে৷ আমি কিন্তু ভয় পাচ্ছি না৷ কাল থেকে আমিই এখানে থাকব৷ আমায় আজকে আটকালে আমি কি ছেড়ে দেব?'

advertisement

আরও পড়ুন: প্রার্থী নন, তবু নিজেকে প্রমাণ করতে মরিয়া 'ইলেকশন এজেন্ট' জিতেন্দ্র

এখানেই না থেমে থেকে জিতেন্দ্র হুঁশিয়ারির সুরে আরও বলেন,'যদি ভেবে থাকেন আজকে টি টোয়েন্টি খেলে নেবে, তাহলে কাল থেকে সারাজীবন টেস্ট খেলতে হবে৷ মনে রাখবেন দেশে এখনও আইন আছে৷'

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জিতেন্দ্রর এই মন্তব্যকে প্রচ্ছন্ন হুমকি বলেই মনে করছে তৃণমূল৷ বিজেপি নেতার বিরুদ্ধে কমিশনেও অভিযোগ দায়ের করছে শাসক দল৷ বিজেপি নেতার অবশ্য দাবি, 'শান্তিপূর্ণ ভোট হোক৷ কে জিতবে কে হারবে দেখা যাবে৷ এখানকার অধিকাংশ মানুষও তাই চান৷'

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jitendra Tiwari: 'কাল থেকে আমি থাকব, ছেড়ে দেব নাকি?', পুলিশের সামনেই হুঁশিয়ারি জিতেন্দ্রর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল