কম্বল বিতরণ অনুষ্ঠানে দুর্ঘটনা মামলায় গ্রেফতার হওয়া আসানসোলের বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে আজ, রবিবার আসানসোল বিশেষ আদালতে পেশ করা হয়। শনিবারই দিল্লি থেকে কলকাতা হয়ে রাতেই তাঁকে নিয়ে আসা হয়েছে আসানসোলে। কম্বল বিতরণ ঘটনায়, দিল্লি থেকে গ্রেফতার বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ দল।
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মূল মাথা কে? ইডি-কে জানিয়ে দিলেন শান্তনু! তোলপাড়, এবার তবে কাকে ডাক?
পুলিশ সূত্রে খবর, প্রায় ১০ দিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি বিশেষ দল দিল্লিতে পৌঁছয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালায়। তারপরই শনিবার নয়ডায় খোঁজ মেলে জিতেন্দ্রর। তাঁকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?
প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙালে একটি কম্বল বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী আসানসোল পুর নিগমের বিরোধী দলনেতা কাউন্সিলর চৈতালি তিওয়ারি৷ শুভেন্দু অধিকারী অনুষ্ঠান মঞ্চ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কম্বল নেওয়ার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের। আহত হন বেশ কয়েকজন।
ওই অনুষ্ঠান সেই ঘটনাতেই এক মৃতের পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ছিলেন জিতেন্দ্র এবং তাঁর স্ত্রী চৈতালি৷ এর আগে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্র তিওয়ারি৷ সোমবার শীর্ষ আদালতে মামলাটি ওঠার কথা। তার আগেই জিতেন্দ্রকে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল।