TRENDING:

Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চলত চাকরি বিক্রি নেটওয়ার্ক, বিপুল টাকার লেনদেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির

Last Updated:

Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির দুর্নীতির সঙ্গে যোগ জীবনকৃষ্ণ সাহার। ’এজেন্ট’ হিসেবে বড়ঞা এলাকায় কাজ করতেন জীবনকৃষ্ণ, তদন্তে এমনই তথ্য পেয়েছে ইডি। ১০-১২ জনকে নিয়েই ছিল জীবনের চাকরি বিক্রির নেটওয়ার্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির দুর্নীতির সঙ্গে যোগ জীবনকৃষ্ণ সাহার। ’এজেন্ট’ হিসেবে বড়ঞা এলাকায় কাজ করতেন জীবনকৃষ্ণ, তদন্তে এমনই তথ্য পেয়েছে ইডি। ১০-১২ জনকে নিয়েই ছিল জীবনের চাকরি বিক্রির নেটওয়ার্ক।
News18
News18
advertisement

২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে জীবন ও তাঁর স্ত্রীর অ‍্যাকাউন্টে এসেছে ৫০ লক্ষ টাকা, ‍যা চাকরি বিক্রির টাকা বলেই দাবি ইডির। নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে জীবনকৃষ্ণ একটি তালিকা প্রস্তুত করে টাকা তুলেছিলেন, দাবি ইডির।

আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের পথে কুলু-মানালি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমাচলের জনপ্রিয় রেস্তোঁরা, ফুঁসছে বিয়াস

advertisement

নিজের জেলা মুর্শিদাবাদ ছাড়াও মালদা, দুই দিনাজপুর, নদিয়া ও বীরভূমে সাব এজেন্ট রেখে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবনকৃষ্ণ। যে সমস্ত অ‍্যাকাউন্ট থেকে টাকা এসেছে জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে, তাতে এই পাঁচ জেলার একাধিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে। সেই সমস্ত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে সমসাময়িক লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়েছে।

advertisement

পাঁচ জেলায় ১০-১২ জন ছিল জীবনকৃষ্ণের বিশ্বস্ত। এছাড়াও সাব এজেন্ট ছিল একাধিক। মুর্শিদাবাদ জেলাতেই জীবনের ৪০-এর বেশি সাব এজেন্ট ছিল। যারা চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে আসতেই জীবনের কাছে। সেই সকল সাব এজেন্টদের কমিশন দিয়েছেন জীবনকৃষ্ণ। এক্ষেত্রে নগদে লেনদেন হয়েছে। সেই টাকার পরিমাণ জানতে মরিয়া ইডি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jiban Krishna Saha: বিধায়ক হওয়ার আগে থেকেই চলত চাকরি বিক্রি নেটওয়ার্ক, বিপুল টাকার লেনদেন, জীবনকৃষ্ণের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর দাবি ইডির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল