TRENDING:

Jhulan Utsav: ফুলের সিংহাসনে রাধা-কৃষ্ণ, ঝুলনে শান্তিপুরে উপচে পড়ল ভিড়

Last Updated:

Jhulan Utsav: একাদশীর দিন এই ঝুলন উৎসব আরম্ভ হয় মায়াপুর ইসকন মন্দির থেকে। ইসকনের অন্যতম সন্ন্যাসী এবং নামহট্ট কো-রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এই উৎসবে উপস্থিত ছিলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শান্তিপুরের চৌগাছা পাড়া রাধাকৃষ্ণ রায় জিউ মন্দিরে শুরু হয়েছে বাৎসরিক উৎসব ঝুলন পূর্ণিমা উৎসব। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ঝুলন উৎসব পালন করা হয়ে থাকে। অন্যান্য বছরে পাঁচ দিন এই উৎসব পালন করা হলেও এবার যেহেতু একাদশী থেকে পূর্ণিমা চার দিন হচ্ছে। সেই কারণে ঝুলন উৎসব এখানে পরিবর্তে চার দিন পালন করা হচ্ছে। একাদশীর দিন এই ঝুলন উৎসব আরম্ভ হয়, মায়াপুর ইসকন মন্দির থেকে ইসকনের অন্যতম সন্ন্যাসী এবং নামহট্ট কো-রিজিওনাল ডাইরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ এই উৎসবে উপস্থিত ছিলেন।
advertisement

বৈদিক মন্ত্র উচ্চারণ করে শঙ্খ ধ্বনির মাধ্যমে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এই ঝুলন উৎসবের শুভ সূচনা করেন ইসকন নামহট্টের কো-রিজিওনাল ডিরেক্টর শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। রাধাকৃষ্ণের বিভিন্ন মহিমা কীর্তন করে ভজন চলতে থাকে। ভজনের পরে সন্ধে আরতি হবে এবং তারপরে শ্রী শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ বিশেষ ভাগবত কথা প্রবচন করেন।

advertisement

আর‌ও পড়ুন: ঝুলনেও থিমের ছোঁয়া! শিলিগুড়িতে উঠে এল রাম মন্দির

ভাগবত কথার পরে শান্তিপুরের স্থানীয় যে সমস্ত ইসকন অনুমোদিত নামহট্ট ভক্তরা রয়েছেন, অর্থাৎ যারা গৃহে থাকেন তাঁদের ছেলে-মেয়েদের জন্য আছে বিশেষ প্রথা। এই শান্তিপুর ইসকন নামহট্ট প্রচারকেন্দ্রে প্রতি সপ্তাহে গুরুকুল অর্থাৎ ভগবতীও পাঠশালা হয় সেই সমস্ত ছেলেমেয়েরা নৃত্য এবং নাটকের আয়োজন করে। এরপর উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে একাদশীর মহাপ্রসাদ বিতরণ করা হয়। শুরুর দিন থেকে ঝুলন পূর্ণিমার দিন পর্যন্তই এইভাবেই অনুষ্ঠিত হবে বলে জানালেন নামহট্টের সদস্য বসুদেব নন্দন দাস।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhulan Utsav: ফুলের সিংহাসনে রাধা-কৃষ্ণ, ঝুলনে শান্তিপুরে উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল