ঝাড়খণ্ডের গিরিডির (Giridih of Jharkhand) বাসিন্দা এই দম্পতি গত ৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন। গন্তব্য আপাতত সাগরমেলা। মেলায় পৌঁছতে লাগবে এখনও দিন দু’য়েক। ডায়মন্ড হারবার থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে মহাদেবের রিকশ। তবে শুধু গঙ্গাসাগর (Gangasagar Mela) নয়, মহাদেবের এই রিকশ ঘুরবে পাঁচ ধামে।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুঃস্থ পরিবারদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
advertisement
কিন্তু কেন এই ত্রিচক্রযানের সফর? বছর কয়েক আগে রিকশয় করে বাবা-মাকে নিয়ে পাঁচ ধাম ঘুরেছিলেন মহাদেব। তখন তাঁদের ইচ্ছা ছিল তাঁদের মৃত্যুর পর মহাদেব যেন আবারও রিকশতেই সওয়ার হয়ে তীর্থযাত্রা করে। সঙ্গী থাকবেন স্ত্রী। তাঁদের দেওয়া সেই কথামতোই এই যাত্রা।
আরও পড়ুন: আকাশ মেঘলা, বৃষ্টি চলছে, আলু চাষ বাঁচানো নিয়ে সংশয়ে কৃষকরা
আরও পড়ুন: বন্ধ মাইক, নেই পুণ্যার্থী সমাগম! দুর্যোগের আশঙ্কায় সিঁটিয়ে গঙ্গাসাগর! মকর সংক্রান্তিতে কী পূর্বাভাস?
মহাদেব আদতে একজন টেম্পোচালক। টেম্পোয় পণ্যপরিবহণ করেন তিনি। কিন্তু শখ করে কলকাতা থেকে রিকশ কিনে দিয়েছেন মহাদেবের ছেলে। ছেলে এ রাজ্যের পূর্ব বর্ধমানে থাকেন। মহাদেবের বাহন এখন গঙ্গাসাগর মেলার তীর্থমুখী ।
( প্রতিবেদন-অর্পণ মণ্ডল)