কিন্তু তারই মধ্যেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে সুন্দরবনের ঝড়খালিতে। সোমবার সকাল থেকেই সুন্দরবনের ঝড়খালি পর্যটন কেন্দ্রে দেখা মিলেছে বহু পর্যটকদের। তবে পর্যটন কেন্দ্রের মধ্যে ঢুকতে না পেরে আশাহত হয়েছেন তাঁরা।
গত শুক্রবার থেকেই সুন্দরবনে পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। বেড়াতে এসে যাতে কেউ ঘূর্ণিঝড়ের মধ্যে বিপদে না পড়েন সেই কারনেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৭ই নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকলেও সোমবার সকাল থেকেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন সুন্দরবনে। এদিন বেশকিছু পর্যটকদের দেখা মেলে ঝড়খালি পর্যটনকেন্দ্রে। বিহার, ছত্তিসগড় এমনকি কলকাতা থেকেও পর্যটকরা এদিন আসেন ঝড়খালিতে। কিন্তু পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় নিরাশ হয়ে ফেরেন তাঁরা। তবে এই এলাকায় বুলবুলের তাণ্ডব দেখে অবশ্য এই পরিস্থিতি মেনে নিয়েছেন বেশীরভাগ পর্যটক। অনেকে আবার দীর্ঘক্ষণ ঝড়খালি পর্যটন কেন্দ্রের সামনে অপেক্ষা করেছেন ভিতরে ঢোকার সুযোগের অপেক্ষায়।
advertisement