TRENDING:

Child Adoption: দত্তক নিল ৫ বছরের শিশুকন্যা! কাকে? তার পালিত সন্তানের কথা জানলে চমকে যাবেন

Last Updated:

Child Adoption: পঞ্চম তম জন্মদিনে ঝাড়গ্রামের ঐশী পাত্র নামের এক শিশু কন্যা এক বছরের জন্য একটি ময়ূরকে দত্তক নিয়েছে। ময়ূরটির এক বছরের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়িত্ব ওই শিশু কন্যার পরিবারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম : বয়স মাত্র পাঁচ বছর। আর এই পাঁচ বছর বয়সেই বড় দায়িত্ব নিল শিশুকন্যা। পঞ্চম  জন্মদিন উপলক্ষে আস্ত একটি ময়ূরকে দত্তক নিয়েছে শিশুকন্যাটি। জন্মদিনে হঠাৎ করে কেনই বা ময়ূরকে দত্তক নেওয়া হল? সেই প্রসঙ্গে তার পরিবারের সদস্যরা জানান, ছোট থেকেই পরিবেশ এবং বন্যপশু ,পাখির সঙ্গে শিশুকন্যার পরিচয় ঘটানো এবং তাদের প্রতি এখন থেকেই সহানুভূতিশীল ও যত্নশীল মনোভাবের মধ্য দিয়ে বড় হয়ে উঠবে শিশুকন্যা।
advertisement

ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সের শিশুকন্যা ঐশী পাত্র। বাবা উজ্জ্বল পাত্র ঝাড়গ্রামের বিশিষ্ট শিক্ষক। সোমবার ঐশীর পঞ্চম জন্মদিন ছিল। ঐশী যতবার চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে ততবারেই সে ময়ূরের প্রতি আকৃষ্ট হয়েছে। তাকে ময়ূর খুব ভাল লাগে। সেই জায়গা থেকেই পরিবারের সদস্যরা ভাবনাচিন্তা করে তার এই জন্মদিনে ময়ূরকে দত্তক নেওয়ার জন্য। সেই মতো জঙ্গলমহলের জুওলজিক্যাল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর এক বছরের জন্য ময়ূরটিকে দত্তক নেয়ঐশী। সোমবার দুপুরে বাবা-মা ও দাদুর হাত ধরে চিড়িয়াখানায় পৌঁছয় ঐশী। দত্তকের শংসাপত্র ঐশীর হাতে তুলে দেন ঝাড়গ্রাম বনবিভাগের এডিএফও সমীর বসু।

advertisement

চিড়িয়াখানার যে কোনও জন্তু বা পাখিকে দত্তক নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সর্বনিম্ন তিন মাস এবং সর্বোচ্চ এক বছরের জন্য দত্তক নেওয়া যায়। বিভিন্ন জন্তু এবং বিভিন্ন পাখির রক্ষণাবেক্ষণের খরচের উপর নির্ভর করেই তাদের দত্তক নেওয়ার অর্থ ঠিক করা হয়। এক বছরের জন্য একটি ময়ূরকে রক্ষণাবেক্ষণের জন্য প্রায় দশ হাজার টাকা ব্যয় করতে হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। ঐশীর পরিবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে এক বছরের জন্য ময়ূরটিকে দত্তক নিয়েছে। এর ফলে এক বছর ধরে যেকোনও সময় ঐশী চিড়িয়াখানায় গিয়ে ওই ময়ূরের খোঁজ খবর নিতে পারবে।

advertisement

আরও পড়ুন : কীটনাশক নয়! এই তেল ২ ফোঁটা দিলেই গায়েব শ্যামাপোকার জ্বলুনির উৎপাত

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

বর্তমান দিনে হামেশাই আলিপুর চিড়িয়াখানায় শোনা যায় বিভিন্ন পশু-পাখিকে দত্তক নেওয়ার কথা। সেই জায়গায় ঝাড়গ্রামও কোনও অংশে পিছিয়ে নেই। ঐশী ও ঐশীর পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপামর ঝাড়গ্রামবাসী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Child Adoption: দত্তক নিল ৫ বছরের শিশুকন্যা! কাকে? তার পালিত সন্তানের কথা জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল