Shyamapoka Prevention Tips: কীটনাশক নয়! এই তেল ২ ফোঁটা দিলেই গায়েব শ্যামাপোকার জ্বলুনির উৎপাত

Last Updated:
Shyamapoka Prevention Tips: বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷ এই পতঙ্গদের তাড়ানোর জন্যও আছে কিছু ঘরোয়া টোটকা ৷ অযথা কীটনাশক ব্যবহার না করে প্রয়োগ করুন সেগুলিই
1/7
এ বছর প্রথমে তাদের দেখা না গেলেও অবশেষে ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকার দল হাজির। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ-সহ একাধিক কারণে এই পোকাদের আসতে দেরি হয়। এমনকি, আগের তুলনায় কমেছে তাদের সংখ্যাও। এ বছর মূল কলকাতায় সেরকম দেখা না গেলেও শহরতলিতে প্রচুর দেখা গিয়েছে এই পতঙ্গ।
এ বছর প্রথমে তাদের দেখা না গেলেও অবশেষে ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকার দল হাজির। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ-সহ একাধিক কারণে এই পোকাদের আসতে দেরি হয়। এমনকি, আগের তুলনায় কমেছে তাদের সংখ্যাও। এ বছর মূল কলকাতায় সেরকম দেখা না গেলেও শহরতলিতে প্রচুর দেখা গিয়েছে এই পতঙ্গ।
advertisement
2/7
তবে শ্যামাপোকার উপদ্রবে সমস্যাতেও পড়তে হয় যথেষ্ট। ঘরে বাইরে এই পোকার উপদ্রব কমাতে রয়েছে একাধিক টোটকা। সেগুলি জেনে নিলে কমবে সমস্যা। ঘরোয়া টোটকা বা উপায়েই তাড়ানো যাবে এই পোকা। কয়েক বছর আগেও কালীপুজো ও শ্যামাপোকা ছিল সমার্থক৷ নামকরণেও সেই ধারা স্পষ্ট৷ কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়েই কেন ফড়িং শ্রেণীর এই পতঙ্গকে বেশি দেখা যায়?
তবে শ্যামাপোকার উপদ্রবে সমস্যাতেও পড়তে হয় যথেষ্ট। ঘরে বাইরে এই পোকার উপদ্রব কমাতে রয়েছে একাধিক টোটকা। সেগুলি জেনে নিলে কমবে সমস্যা। ঘরোয়া টোটকা বা উপায়েই তাড়ানো যাবে এই পোকা। কয়েক বছর আগেও কালীপুজো ও শ্যামাপোকা ছিল সমার্থক৷ নামকরণেও সেই ধারা স্পষ্ট৷ কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়েই কেন ফড়িং শ্রেণীর এই পতঙ্গকে বেশি দেখা যায়?
advertisement
3/7
আসলে, বছরের এই হাল্কা শীত অথচ বৃষ্টি না হওয়া সময়টাই তাদের বংশবৃদ্ধির ঋতু৷ ধানের শিষ থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে তারা৷ ফলে বছরের হেমন্ত ঋতুতেই তাদের দলে দলে দেখা যায়৷ দিনের বেলা লুকিয়ে থাকলেও রাতে তাদের দেখা যায় আলোর কাছে৷ সেটা রাস্তার আলোও হতে পারে৷ আবার ঘরের টিউবলাইটও হতে পারে৷
আসলে, বছরের এই হাল্কা শীত অথচ বৃষ্টি না হওয়া সময়টাই তাদের বংশবৃদ্ধির ঋতু৷ ধানের শিষ থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে তারা৷ ফলে বছরের হেমন্ত ঋতুতেই তাদের দলে দলে দেখা যায়৷ দিনের বেলা লুকিয়ে থাকলেও রাতে তাদের দেখা যায় আলোর কাছে৷ সেটা রাস্তার আলোও হতে পারে৷ আবার ঘরের টিউবলাইটও হতে পারে৷
advertisement
4/7
 বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷ এই পতঙ্গদের তাড়ানোর জন্যও আছে কিছু ঘরোয়া টোটকা ৷ অযথা কীটনাশক ব্যবহার না করে প্রয়োগ করুন সেগুলিই৷
বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷ এই পতঙ্গদের তাড়ানোর জন্যও আছে কিছু ঘরোয়া টোটকা ৷ অযথা কীটনাশক ব্যবহার না করে প্রয়োগ করুন সেগুলিই৷
advertisement
5/7
ঘরের দেওয়ালে বা অন্যত্র যেখানে আলো আছে, সেখানে সেখানে ছড়িয়ে দিন ইউক্যালপিটাস অয়েল এবং লেমন এসেনশিয়াল অয়েল৷ দ্বিতীয় উপকরণ না পেলে পরিবর্তে ব্যবহার করতে পারেন লেবুর রসও৷ এই মিশ্রণ স্প্রে করে দিন আলোর চারপাশে৷ কমে যাবে শ্যামাপোকার উপদ্রব৷
ঘরের দেওয়ালে বা অন্যত্র যেখানে আলো আছে, সেখানে সেখানে ছড়িয়ে দিন ইউক্যালপিটাস অয়েল এবং লেমন এসেনশিয়াল অয়েল৷ দ্বিতীয় উপকরণ না পেলে পরিবর্তে ব্যবহার করতে পারেন লেবুর রসও৷ এই মিশ্রণ স্প্রে করে দিন আলোর চারপাশে৷ কমে যাবে শ্যামাপোকার উপদ্রব৷
advertisement
6/7
শ্যামাপোকা দূর করতে কার্যকর টি ট্রি অয়েলও৷ এক পেয়ালা জলে মেশান দু’ চামচ টি ট্রি তেল৷ তার পর সেটি স্প্রে করুন আলোর চারদিকে৷ এই গন্ধও সহ্য করতে পারে না শ্যামাপোকারা৷ জলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণও শ্যামাপোকা তাড়াতে উপযোগী৷
শ্যামাপোকা দূর করতে কার্যকর টি ট্রি অয়েলও৷ এক পেয়ালা জলে মেশান দু’ চামচ টি ট্রি তেল৷ তার পর সেটি স্প্রে করুন আলোর চারদিকে৷ এই গন্ধও সহ্য করতে পারে না শ্যামাপোকারা৷ জলের সঙ্গে ল্যাভেন্ডার তেলের মিশ্রণও শ্যামাপোকা তাড়াতে উপযোগী৷
advertisement
7/7
বছরের অন্য সময় সাধারণত গাছের পাতাকেই আশ্রয় করে থাকে শ্যামাপোকা৷ বিপন্ন বাস্তুতন্ত্রে আজ শহরাঞ্চলে শ্যামাপোকা কমে গিয়েছে অনেকটাই৷ কলকাতার চারপাশে ঘাসজমি কম যাওয়ায়ও শ্যামাপোকার অদৃশ্য হয়ে যাওয়ার অন্যতম কারণ৷ কিন্তু মফস্বল বা গ্রামে এখনও তাদের দেখা যায়৷ বিরক্তির সঙ্গে তারা ফিরিয়ে আনে ছোটবেলার এক টুকরো স্মৃতিও৷
বছরের অন্য সময় সাধারণত গাছের পাতাকেই আশ্রয় করে থাকে শ্যামাপোকা৷ বিপন্ন বাস্তুতন্ত্রে আজ শহরাঞ্চলে শ্যামাপোকা কমে গিয়েছে অনেকটাই৷ কলকাতার চারপাশে ঘাসজমি কম যাওয়ায়ও শ্যামাপোকার অদৃশ্য হয়ে যাওয়ার অন্যতম কারণ৷ কিন্তু মফস্বল বা গ্রামে এখনও তাদের দেখা যায়৷ বিরক্তির সঙ্গে তারা ফিরিয়ে আনে ছোটবেলার এক টুকরো স্মৃতিও৷
advertisement
advertisement
advertisement