Shyamapoka Prevention Tips: কীটনাশক নয়! এই তেল ২ ফোঁটা দিলেই গায়েব শ্যামাপোকার জ্বলুনির উৎপাত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shyamapoka Prevention Tips: বড় বিপদের কারণ না হলেও শ্যামাপোকা অস্বস্তি ও বিরক্তির উৎস৷ এই পতঙ্গদের তাড়ানোর জন্যও আছে কিছু ঘরোয়া টোটকা ৷ অযথা কীটনাশক ব্যবহার না করে প্রয়োগ করুন সেগুলিই
advertisement
তবে শ্যামাপোকার উপদ্রবে সমস্যাতেও পড়তে হয় যথেষ্ট। ঘরে বাইরে এই পোকার উপদ্রব কমাতে রয়েছে একাধিক টোটকা। সেগুলি জেনে নিলে কমবে সমস্যা। ঘরোয়া টোটকা বা উপায়েই তাড়ানো যাবে এই পোকা। কয়েক বছর আগেও কালীপুজো ও শ্যামাপোকা ছিল সমার্থক৷ নামকরণেও সেই ধারা স্পষ্ট৷ কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়েই কেন ফড়িং শ্রেণীর এই পতঙ্গকে বেশি দেখা যায়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বছরের অন্য সময় সাধারণত গাছের পাতাকেই আশ্রয় করে থাকে শ্যামাপোকা৷ বিপন্ন বাস্তুতন্ত্রে আজ শহরাঞ্চলে শ্যামাপোকা কমে গিয়েছে অনেকটাই৷ কলকাতার চারপাশে ঘাসজমি কম যাওয়ায়ও শ্যামাপোকার অদৃশ্য হয়ে যাওয়ার অন্যতম কারণ৷ কিন্তু মফস্বল বা গ্রামে এখনও তাদের দেখা যায়৷ বিরক্তির সঙ্গে তারা ফিরিয়ে আনে ছোটবেলার এক টুকরো স্মৃতিও৷