হাতের কাছেই আধুনিক পাঠাগার। কম্পিউটারে লেখাপড়া। উন্নত ল্যাব- মক টেস্টের মাধ্যমে পড়াশোনা। এসব ভাবতেই পারত না একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়। এখন অবশ্য ছবিটা অন্য। এবার উচ্চ মাধ্যমিকে দারুণ ফল করেছে আদিবাসী পড়ুয়ারা।
জঙ্গলমহলের অনুন্নয়নের অন্ধকার ঘুচেছে। পড়েছে শিক্ষার আলো। নতুন জেলা ঝাড়গ্রামের একলব্য আদর্শ আদিবাসী বিদ্যালয়ে উন্নত করতে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই হাল ফিরেছে।
advertisement
এবছর একলব্য বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ২২ জন ৷ তাঁদের মধ্যে ৯ জন অলচিকি ভাষায় পরীক্ষা দেন ৷ ২১ জনেই প্রথম বিভাগে উত্তীর্ণ ৷ ১ জন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দেন ৷ শুধুমাত্র তিনিই দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ ৷
রামকৃষ্ণ মিশন পড়ুয়াদের শিখিয়েছে নিজের সংস্কৃতিকে আঁকড়ে বাঁচতে। প্রিয় জঙ্গলমহলের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির তথা একলব্য আবাসিক বিদ্যালয়ের এই সাফল্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উচ্চমাধ্যমিকের ভাল ফল দিয়েছে আত্মবিশ্বাস। কারিগররা ব্যস্ত স্বপ্ন বুনতে।
প্রতিভার পরিচয় দিয়েছে একলব্য। দিয়েছে গুরুদক্ষিণা। এবার ভবিষ্যতের ধনুকের ছিলায় টান।