অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) দিলীপ মিশ্রা, জেলা পরিষদের সচিব বিক্রম চট্টোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির ঝাড়গ্রাম জেলার এক্সিকিউটিভ অফিসার সনুপ মন্ডল সহ অন্যান্যরা। জানা গিয়েছে, প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ পুনরায় ব্যবহার করার জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প থেকে ৮০০ কেজি গুড়ো প্লাস্টিক ক্রয় করে ঠিকাদারি সংস্থা।
advertisement
আরও পড়ুন: ১-২ টাকাতেও কেউ কিনছে না! রাগে মাঠের ফুলকপি মাঠেই তছনছ করে দিলেন চাষিরা
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তারপর প্লাস্টিক গুড়োর সঙ্গে পিচ মিশিয়ে তৈরি করা হচ্ছে প্লাস্টিক রাস্তা। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন দফতরের অর্থনুকুলে বেলপাহাড়ির সদাপাড়া গ্রাম পঞ্চায়েতের এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল জানিয়েছেন, “জেলায় এই প্রথম প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্লাস্টিক বর্জ্য দিয়ে নির্মিত রাস্তা দীর্ঘদিন চলে এবং রাস্তা নির্মাণের জন্য খরচের পরিমাণও কম হয়। এছাড়াও রাস্তা নির্মাণের সময় যে দূষণ ছড়ায় সেই দূষণও হয় না। আগামী দিনে জেলায় এই ধরনের রাস্তা আরও তৈরি করা হবে”।
বুদ্ধদেব বেরা