TRENDING:

Jhargram Tourism: জঙ্গলমহলে ঘুরতে যাচ্ছেন, পর্যটকদের জন্য চালু হচ্ছে দুর্দান্ত পরিষেবা!

Last Updated:

সারা বছরই পর্যটকের ঢল নামে জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে। কিন্তু বেলপাহাড়িতে বেড়াতে গিয়ে মাঝেমধ্যেই সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। পর্যটনস্থল গুলিতে পর্যাপ্ত পরিমাণে নেই শৌচালয়। এবার তৈরি হচ্ছে পর্যটন কেন্দ্রগুলিতে শৌচালয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : পর্যটকদের সুবিধার্থে বেলপাহাড়ির ঘাগরাতে কমিউনিটি টয়লেট নির্মাণের চিন্তাভাবনা নিয়েছে পঞ্চায়েত সমিতি। যার জেরে উপকৃত হবেন এখানে ঘুরতে আসা হাজারও পর্যটক।উঁচু-নীচু বন্ধুর পাথুরে পথ, গ্রাম্য পরিবেশ, সবুজ বনানী, হ্রদ, জলপ্রপাত, আবার কোথাও সবুজ জঙ্গলের মাঝে উঁকি দিয়ে মুখ বাড়িয়ে থাকা ছোট ছোট পাহাড়ের টিলা এইসব নিয়ে যেন এক অদ্ভুত রোমাঞ্চকারী প্রাকৃতিক পরিবেশ সম্ভার ঝাড়গ্রামের বেলপাহাড়ি। এসবের টানে শুধু জেলা নয় দূর দূরান্ত থেকে পর্যটকরা সারা বছর দৌড় ঝাঁপ জীবনের ব্যস্ততার মাঝে একটু জিরিয়ে নিতে, প্রকৃতির খোলা হাওয়া মনে লাগিয়ে নিজেকে আবার প্রাণবন্ত করে তুলতে ছুটে আসে এই বেলপাহাড়িতে।
advertisement

ঝাড়গ্রামের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র মানে এই বেলপাহাড়ি , প্রকৃতির নানান রূপ যেন এখানে সৃষ্টি হয়েছে। এই বেলপাহাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের পর্যটন ক্ষেত্র। প্রত্যেকটিতেই শীত গ্রীষ্ম বর্ষা ভিড় লেগেই থাকে।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পর্যটকদের কথা মাথায় রেখে বিনপুর ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে ঘাগরা এলাকায় আগামী অর্থ বর্ষে তৈরি করতে চলেছে একটি কমিউনিটি টয়লেট। বন দফতরেরতরফ থেকে এখানে আগে দুটি টয়লেট তৈরি করা হলেও যেভাবে দিনের পর দিন এখানে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করেছে তাই আরও একটি নতুন কমিউনিটি টয়লেট এখানে সংযোজিত হতে চলেছে।

advertisement

View More

আরও পড়ুনChhena Amriti Sweet: মুখে দিলেই মুহূর্তে মিলিয়ে যাচ্ছে! রসগোল্লা-পান্তুয়া নয়, ছানার এই মিষ্টিই এখন হট ফেভারিট

দূর দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকদের একাংশ এই পর্যটন কেন্দ্রগুলিতে টয়লেটের সমস্যা নিয়ে মাঝে মাঝেই অভিযোগ করতেন। তারপরেই বনদফতরের পক্ষ থেকে দুটি টয়লেট তৈরি হয়েছিল। এবং সেগুলি ব্যবহারও হয়ে থাকে। আবারও নতুন করে পঞ্চায়েত সমিতির তরফ থেকে কমিউনিটি টয়লেট তৈরি করা হলে কাজে আসলে পর্যটকদের সুবিধাই হবে তা বলাই বাহুল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram Tourism: জঙ্গলমহলে ঘুরতে যাচ্ছেন, পর্যটকদের জন্য চালু হচ্ছে দুর্দান্ত পরিষেবা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল