Chhena Amriti Sweet: মুখে দিলেই মুহূর্তে মিলিয়ে যাচ্ছে! রসগোল্লা-পান্তুয়া নয়, ছানার এই মিষ্টিই এখন হট ফেভারিট
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ছানার অমৃতি যেমন কেজি হিসেবে বিক্রি করা হয়। তেমনই বিক্রি করা হয় পিস হিসেবেও। পিস হিসেবে এর দাম পড়ে এক একটি দাম ২০ টাকা করে। এবং কেজি প্রতি এর দাম রয়েছে ২০০ টাকা।
কোচবিহার: বাঙালি মানেই মিষ্টির প্রতি আলাদা একটা অনুভূতি। বিশেষ কিছু মিষ্টি রয়েছে যেগুলির স্বাদ ও গুণ অপূর্ব হয়ে থাকে। বাঙালিরা বাদেও বহু মানুষ এই মিষ্টিগুলি খেতে দারুণ পছন্দ করে থাকেন। এমনই এক বিশেষ ধরনের সুস্বাদু মিষ্টির নাম অমৃতি। এই অমৃতি মূলত মাসকলাই ডাল থেকেই তৈরি করা হয়। তবে আরেক ধরনের অমৃতি রয়েছে। এই ধরনের অমৃতি তৈরি হয় শুধুই ছানা দিয়ে। এই অমৃতি কেজি হিসাবে কিংবা পিস হিসাবেও বিক্রি করা হয়। মাথাভাঙা মহকুমা এলাকার এই বিশেষ মিষ্টি বহু মানুষের কাছে আকর্ষণ। প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে এসে এই মিষ্টির স্বাদ উপভোগ করছেন।
দোকানের কর্নধার মনোজ সাহা জানান, “তাঁদের দোকানে মূলত এই দু’ধরনের অমৃতি বেশ জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে তাঁরা এখনও পর্যন্ত এই ছানার অমৃতি তৈরি করে আসছেন। এই মিষ্টি যেমন কেজি হিসেবে বিক্রি করা হয়। তেমনই বিক্রি করা হয় পিস হিসেবেও। পিস হিসেবে এর দাম পড়ে এক একটি দাম ২০ টাকা করে। এবং কেজি প্রতি এর দাম রয়েছে ২০০ টাকা। তবে এই মিষ্টি তৈরি করা হয় মূলত ছানা দিয়ে। তারপর সেই ছানাকে ডোবা তেলে ভেজে নেওয়া হয়। এরপর চিনির রসে ডুবিয়ে রাখা হয় বেশকিছুক্ষণ পর্যন্ত। তাহলেই একেবারে তৈরি হয়ে ওঠে সুস্বাদু এই মিষ্টি।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দোকানের এক গ্রাহক অভিজিৎ চৌধুরী জানান, ”এই মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যায় মুহূর্তেই। এত সুন্দর মিষ্টি বহু মানুষ তো নিজের বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছেন। এই অতুলনীয় স্বাদের মিষ্টি মাথাভাঙা মহকুমা এলাকার অন্যতম জনপ্রিয় জিনিস। প্রচুর মানুষ দূর-দূরান্ত থেকে এসে এই মিষ্টি কিনে নিয়ে যান। চলতি বছরে ২০ টাকা দামেই বিক্রি হচ্ছে এই সুস্বাদু মিষ্টি। দীর্ঘ সময় ধরে এই মিষ্টির জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এছাড়াও স্বাদের দিক থেকেও এই মিষ্টির কোনোও তারতম্য হয়নি আজ পর্যন্ত।”
advertisement
জেলায় একাধিক সুস্বাদু মিষ্টির সম্ভার থাকলেও এই মিষ্টি আলাদা অনুভূতির তৈরি করে ক্রেতাদের মধ্যে। তাইতো দূর-দূরান্তের বহু মানুষ এই মিষ্টির টানেই মাথাভাঙায় আসেন এই মিষ্টি কিনতে। জেলায় বিশেষ সুস্বাদু কিছু মিষ্টির মধ্যে শুনতে পাওয়া যায় এই ছানার অমৃতির নাম।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 7:41 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chhena Amriti Sweet: মুখে দিলেই মুহূর্তে মিলিয়ে যাচ্ছে! রসগোল্লা-পান্তুয়া নয়, ছানার এই মিষ্টিই এখন হট ফেভারিট