বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল ঝাড়গ্রামে। তুলে দেওয়া হয় জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে। বৃহস্পতিবার বিকেলে জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে বিরল প্রজাতির কচ্ছপটি তুলে দেয় ঝাড়গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী অরিন্দম আচার্য। জানা গিয়েছে, বুধবার রাতে ঝাড়গ্রাম শহর লাগোয়া রাধানগর এলাকায় ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তার উপর বিরল প্রজাতির কচ্ছপটি দেখতে পান অরিন্দম।
কচ্ছপটি রাস্তার মধ্যে থাকায় যে-কোনওসময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারত। কচ্ছপটির জীবন বাঁচানোর জন্য কচ্ছপটিকে রাস্তা থেকে তুলে বাড়ি নিয়ে আসেন অরিন্দম। বৃহস্পতিবার বিকেলে কচ্ছপটিকে জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
অরিন্দম আচার্য বলেন, ” রাস্তা দিয়ে যাওয়ার সময় কচ্ছপটিকে দেখতে পাই। যে-কোনওসময় দুর্ঘটনার শিকার হতে পারত কচ্ছপটি। তাই আমি কচ্ছপটি তুলে বাড়ি নিয়ে আসি এবং জঙ্গলমহল জুলজিকাল পার্ক কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি। আমি জীবনে এই প্রথম এত বড় কচ্ছপ দেখলাম। কচ্ছপটিকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পেরে আমি খুব খুশি।”
বুদ্ধদেব বেরা