উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল সহ জেলার প্রশাসনিক আধিকারিকরা। আনুষ্ঠানিক উদ্বোধন করে চিন্ময়ী মারান্ডি বলেন, রাজ্যের নানা প্রান্ত থেকে শিল্পীরা এই মেলায় যোগ দিয়েছেন। তাঁতশিল্প বাংলার ঐতিহ্য বহন করে চলেছে শতাব্দীর পর শতাব্দী। ঝাড়গ্রামের মানুষ এই প্রদর্শনীতে এসে শিল্পীদের উৎসাহ দেবেন বলে আমরা আশা রাখছি।
advertisement
আরও পড়ুন : গন্ডার-হাতির পছন্দের খাবারই এনে দিল বহু মানুষের জীবিকা! আট মাসে চমকপ্রদ ফল
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। এই মেলায় ঝাড়গ্রাম ছাড়াও নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি-সহ একাধিক জেলার তাঁত শিল্পীরা যোগ দিয়েছেন। তাঁদের কাছে রয়েছে দুর্দান্ত সব কালেকশন। রয়েছে শাড়ি, ধুতি, গামছা, স্টোল, হোম ডেকর সামগ্রী ইত্যাদি। দুর্গোৎসবকে সামনে রেখে এই প্রদর্শনীতে ক্রেতাদের ভিড় বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন : বড়সড় সিদ্ধান্ত, কনজিউমার অ্যাফেয়ার্সে পাঠানো হল পটাশপুরের বিডিওকে! নিখোঁজ বিতর্কেই কী রদবদল
প্রদর্শনীতে ইতিমধ্যেই ভিড় বাড়তে শুরু করেছে। শিল্পীদের আশা, আগামী দিনে এই মেলা আরও বড় হয়ে উঠবে। অন্যদিকে স্থানীয়রা বলছেন, এই ধরনের আয়োজন শুধুমাত্র ব্যবসার সুযোগই নয়, সাংস্কৃতিক বন্ধনকেও আরও দৃঢ় করে। কারণ, তাঁতশিল্প বাংলার মাটির গন্ধ মিশে থাকা এক অনন্য ঐতিহ্য।