বড়সড় সিদ্ধান্ত, কনজিউমার অ্যাফেয়ার্সে পাঠানো হল পটাশপুরের বিডিওকে! নিখোঁজ বিতর্কেই কী রদবদল?

Last Updated:

বিধানচন্দ্র বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স দফতরের ওএসডি পদে। অন্যদিকে, সন্তু চক্রবর্তী আসছেন বিডিও পদে।

পটাশপুরে বিডিও বদল।
পটাশপুরে বিডিও বদল।
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী : জয়েন্ট বিডিও এবং এক আধিকারিক নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। আর তারপর সেই বিডিওকে সরিয়ে দেওয়া হল। যে ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের অন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুরের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
জানা গিয়েছে, পটাশপুর ১ নম্বর ব্লকের বিডিও বিধানচন্দ্র বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সন্তু চক্রবর্তী। আর এই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।
আরও পড়ুন : গন্ডার-হাতির পছন্দের খাবারই এনে দিল বহু মানুষের জীবিকা! আট মাসে চমকপ্রদ ফল
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ১৫ আগস্ট। সেদিন পটাশপুর ১ নম্বর ব্লকের বিডিও ঘটিয়েছিলেন নজিরবিহীন কাণ্ড।  জয়েন্ট বিডিও ও আরও এক আধিকারিক নিখোঁজ বলে থানায় অভিযোগ দায়ের করেন বিধানচন্দ্র বিশ্বাস। এই ঘটনা জেলার প্রশাসনিক মহলকে কার্যত নাড়িয়ে দিয়েছিল। তারপরেই এই রদবদল।
advertisement
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বদলির নির্দেশ। জানা গিয়েছে, বিধানচন্দ্র বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে কনজিউমার অ্যাফেয়ার্স দফতরের ওএসডি পদে। অন্যদিকে, সন্তু চক্রবর্তীকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে পটাশপুর ১ নম্বর ব্লকের বিডিও পদে। স্থানীয় মহলের মতে, এই পদক্ষেপে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ানোই মূল লক্ষ্য। ব্লকের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কাজ যাতে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যায়, সেই জন্যই দ্রুত এই রদবদল করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড়সড় সিদ্ধান্ত, কনজিউমার অ্যাফেয়ার্সে পাঠানো হল পটাশপুরের বিডিওকে! নিখোঁজ বিতর্কেই কী রদবদল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
কলকাতায় ফের পারদপতন ! শীতের আমেজ রাজ্যের সর্বত্র, জারি কুয়াশার সতর্কতা
  • কলকাতায় ফের পারদপতন !

  • শীতের আমেজ রাজ্যের সর্বত্র

  • জারি কুয়াশার সতর্কতা

VIEW MORE
advertisement
advertisement