সপ্তাহখানেক আগে গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে স্কুলে। সেই খবর পেতেই রামলাল হাজির হয় ঝাড়গ্রামের গড় শালবনীর বিকাশ ভারতী বিদ্যালয়ে। সেদিন মোটেও সে পড়াশোনার জন্য যায়নি! গিয়েছিল আমের লোভে। ঘটনার দু’দিন পরেই রাতের অন্ধকারে গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে পালায় রামলাল। ঘটনা ঘিরে হুলুস্থুল কাণ্ড বেঁধেছিল জিতুশোল ও গড় শালবনীতে।
advertisement
রামলালের কাণ্ড কারখানায় অবাক জঙ্গলমহলবাসী। কখনও স্কুলের আম বাগানে আবার কখনও রাস্তায় চালের গাড়ি থামিয়ে রীতিমত তাণ্ডব জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি রামলালের। সেদিনও প্রায় ঘণ্টাখানেক ঝাড়গ্রামের গড় শালবনীতে গাড়ি আটকে দাঁড়িয়ে থাকে সে। তার এই কাণ্ডকারখানা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন জঙ্গলমহলবাসী।
ঝাড়গ্রাম জেলায় কাঁপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতির দল। নিত্যদিন ভাঙ্গছে ঘরবাড়ি। জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আম, কাঁঠালের টানেই একশোর কাছাকাছি হাতি রয়ে গিয়েছে ঝাড়গ্রাম বনবিভাগের অধীনস্থ বিভিন্ন জঙ্গলে। টানা এক মাস ধরে তাণ্ডব চালাচ্ছে দলমা দলের হাতি। তাদের এলাকা ছাড়া করতে ব্যর্থ হচ্ছে বন দফতর। ফলে বন দফতরের প্রতি ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে লোধাশুলি রেঞ্জ এলাকায় ৪৯ টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগে মোট ৮৭ টি হাতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছে। তার উপরে দোসর হয়েছে ১০ থেকে ১২ স্থায়ী হাতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে হাতির দল ঝাড়গ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গায় থাকলেও তাদের অন্যত্রে ড্রাইভ করাতে পারছে না বনদফতর। বন দফতর মন করছে, মূলত আম,কাঁঠালের লোভেই হাতির দল এলাকা ছেড়ে যাচ্ছে না।
তন্ময় নন্দী