প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকনিকের সময় এক শিক্ষক কংসাবতীর জলে নেমে যান। সেই সময় কংসাবতীর জল হঠাৎ করে বাড়তে থাকায় ওই শিক্ষক জলে তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কংসাবতী কেনেলে জল ছাড়ায় জলের তোড় বেড়ে যায়। শিক্ষককে খোঁজার জন্য বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের ডাকা হয়। রাতভর তল্লাশির পর বুধবার সকালে দেহ উদ্ধার করা হয়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠানো হয়।
advertisement
আরও পড়ুন: দিল্লির থানায় আটক বাংলার সিআইডি অফিসাররা, সংবিধান মনে করিয়ে ফুঁসে উঠছে তৃণমূল
কয়েকদিন আগেই এক শনিবার ডগ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার হয় রবিবার সকালে। রবিবার সকালে ডগ নদী থেকে কিছুটা দূরে ওই কিশোরের দেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডগ নদীতে স্নান করতে গিয়েছিল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অরুয়াগছ গ্রামের জাকির হোসেন নামে ১৬ বছরের ওই কিশোর।
নদীতে স্নান করার সময় ডগ নদীতে তলিয়ে যায় ওই কিশোর। ঘটনার খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চোপড়া থানার পুলিশ। তলিয়ে যাওয়া কিশোরের খোঁজে ডুবুরি নামানো হয়। গভীর রাত পর্যন্ত খোঁজ করলেও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিন সকাল ডগ নদী থেকে কিছুটা দূরে ওই কিশোরের মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশকে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
রাজু সিং