জানা গিয়েছে, আগুনে পুড়ে বাড়ির সমস্ত কিছু কার্যত ছাইয়ে পরিণত হয়েছে। তবে সময়মতো আগুন নজরে আসায় কোনওমতে রক্ষা পেয়েছেন বাড়ির সদস্যরা। আগুন দেখতে পেয়ে বাড়ির বাইরে ছুটে আসেন পরিবারের সকলে।
আরও পড়ুন: ফোর্ড থেকে রোলস রয়েস, দেখার মতো সব গাড়ির কালেকশন! নিউটাউন গলফ ক্লাবে চোখধাঁধানো ভিন্টেজ কার শো
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ইঞ্জিন ও বেলিয়াবেড়া থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ। অন্যদিকে বিধ্বংসী আগুনের জেরে কার্যত সব হারিয়েছেন পরিবারের সদস্যরা।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা বলছেন, বরাতজোরে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু আগুনের জেরে ক্ষতিগ্রস্থ পরিবারটি সব হারিয়েছে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ নথি সহ আসবাবপত্র। আগুন আরও ভয়ানক রূপ নিতে পারত বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
