রাজু সিং, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের জিতুশোলের জঙ্গলে একাধিক অজানা জন্তুর পায়ের ছাপ কেন্দ্র করে আতঙ্ক। জঙ্গলমহলের ঝাড়গ্রামে ফের কি রয়্যাল বেঙ্গল টাইগারের আগমন? শুরু হয়েছে জল্পনা।
advertisement
জানা গিয়েছে, ওড়িশার ময়ূরভঞ্জ রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়েছিল বেশ কয়েকটি বাঘ। পশ্চিমবঙ্গে প্রথমে ঝাড়গ্রাম এবং তারপরে পুরুলিয়া এবং শেষে গিয়ে বাঁকুড়াতে ধরা পড়েছিল জিনাত। সে সময় মুহিবগঞ্জ ফরেস্ট থেকে যে একটি বাঘ বেরিয়েছিল, তা পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়াতে ফের ধরা পড়ে।
ওই রয়্যাল বেঙ্গল টাইগার সম্ভবত ছিল যমুনা। এবার নতুন করে আরও একাধিক জায়গা অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গেল। এই এলাকায় স্থানীয়রা মনে করছে এটি বাঘের পায়ের ছাপ।
বন দফতর অবশ্য বলছে, অন্য কোনও অজানা জন্তুর পায়ের ছাপ। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে বন দফতর। কিন্তু এখনও পর্যন্ত অজানা জন্তু কেউ দেখেননি। সেক্ষেত্রে বন দফতরের তরফে এলাকার মানুষকে সচেতন করার কাজ করা হচ্ছে।