TRENDING:

Jhargram News: সোনাঝুরি হাটের পর এবার লাল মাটির হাট! কোথায় হচ্ছে এই দারুণ হাট? চমকে যাবেন শুনে

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রামের শতাধিক মহিলারা একত্রিত হয়ে এই লাল মাটির হাট শুরু করতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে জায়গা দখল করে নিয়েছে জঙ্গলমহলের জেলা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম । শীতের মরশুমে পর্যটকের ঢল নেমেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে । পর্যটকদের কথা মাথায় রেখে বীরভূমের বোলপুরের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রাম শহরের বুকে রবীন্দ্র পার্কে শাল গাছের নীচে অনুষ্ঠিত হতে চলেছে “লাল মাটির হাট” ।
advertisement

মূলত ঝাড়গ্রামের শতাধিক মহিলারা একত্রিত হয়ে এই লাল মাটির হাট শুরু করতে চলেছে। আগামী পয়াল ডিসেম্বর থেকে এই লাল মাটির হাট শুরু হবে চলবে ২৩ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি সপ্তাহের রবিবার এই হাট বসবে । বুধবার রবীন্দ্র পার্ক থেকে শুরু করে এক বর্ণাঢ্য পদযাত্রা ঝাড়গ্রাম শহর পরিক্রমা করল লালমাটির হাটের সঙ্গে যুক্ত মহিলারা।

advertisement

আরও পড়ুন: চারিদিকে গুলির শব্দ, সেনার সঙ্গে সংঘর্ষ, বহু মৃত্যু! ভারতের এই প্রতিবেশী দেশে ‘দেখলেই গুলি’র নির্দেশ

লাল মাটির এই হাটে পর্যটকদের কথা মাথায় রেখে জঙ্গলমহলের হস্তশিল্পকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এই হাটে শাড়ি, কুর্তি ,শীতবস্ত্র ,চাদর ,ঘর সাজানোর জিনিস, ঠাকুর ঘর সাজানোর সম্ভার, প্রসাধনি দ্রব্য ,বাসনপত্র, কেক বানানোর সামগ্রী, মেয়েদের নানা রকমের গহনা ,ব্যাগ ,পাথরের নানা পোকার থালা বাটি এছাড়াও সঙ্গেরয়েছে বিভিন্ন রকমের পিঠেপুলি ও বিরিয়ানী । লাল মাটির হাটের অন্যতম সদস্য দেবী প্রধান বাসু বলেন, “শাল জঙ্গলে ঘেরা অরণ্য সুন্দরীকে দেখার জন্য বহু পর্যটক বেড়াতে আসছেন ।

advertisement

View More

তাই পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুরের সোনাঝুরি হাটের আদলে আমাদের এই লাল মাটির হাট। এটি আমাদের চতুর্থ বছরে পদার্পণ করছে” । জঙ্গলমহল বেড়াতে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা হিসেবে থাকছে এই লাল মাটির হাট। বিভিন্ন পর্যটনস্থল বেড়ানোর পাশাপাশি একফাঁকে লালমাটির হাটে পৌঁছলে পর্যটকরা সংগ্রহ করতে পারবে জঙ্গলমহলের মহিলাদের হাতের তৈরি নানা কারুকার্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

— বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: সোনাঝুরি হাটের পর এবার লাল মাটির হাট! কোথায় হচ্ছে এই দারুণ হাট? চমকে যাবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল