TRENDING:

Jhargram News: পশ্চিমবঙ্গেও জামতাড়া গ্যাং! এবার বিদ্যুতের বিলের বকেয়া নিয়ে প্রতারণার ছক..এখনই না সাবধান হলে হতে পারেন সর্বস্বান্ত

Last Updated:

বিদ্যুতের বিল বকেয়া না দিলে লাইন কাটা যাবে৷ এই হুমকির পর হোয়াটসঅ্যাপে একটি অ্যাপ পাঠিয়ে তার মাধ্যমে সহজে টাকা জমা দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা৷ সেই মামলায় পশ্চিম বর্ধমান থেকে গ্রেফতার তিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: বিদ্যুতের বিল বকেয়া না দিলে কেটে দেওয়া হবে লাইন৷ এমনই ভয় দেখিয়ে এক প্রবীণের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা৷ আর গোটা বিষয়টাই নিয়ন্ত্রিত হল সামান্য একটা ফোনে৷ ঝাড়গ্রাম শহরের এহেন ঘটনায় ফের সাইবার ক্রাইমের সিঁদুরে মেঘ দেখছেন এলাকার বাসিন্দারা৷
তিন অভিযুকে আদালতে পেশ করার ছবি
তিন অভিযুকে আদালতে পেশ করার ছবি
advertisement

জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল ঝাড়গ্রাম শহরের বাছুরডোবার বাসিন্দা অরূপ রায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ৷ অবশেষে, গত শনিবার পশ্চিম বর্ধমানের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার হয় তিনজন।

আরও পড়ুন: ‘এই মুহূর্তে রাজ্যের 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করলেন বোলপুরের শিল্পীরা

advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতেরা পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার বাসিন্দা৷ এরা হল শ্যামপুর এলাকার প্রিন্স খুসওয়া,সৌরভ মিত্র এবং সালানপুর থানার বনবিধি কিশান গড়াই। কিশান গড়াইয়ের আদি বাড়ি ঝাড়খণ্ডের জামতাড়া জেলার কেলাই গ্রামে। অভিযুক্ত, ধৃতদের এদিন রবিবার আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এদের কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা করছে।

advertisement

View More

কিন্তু, ঠিক কী ভাবে এই দুষ্কৃতীরা অরূপবাবুর কাছ থেকে টাকা হাতিয়েছেন, তার সম্পূর্ণ বিবরণী শুনলে আপনারা থ হয়ে যাবেন৷ অভিযোগ, প্রথমে দুষ্কৃতীদের একজন অরূপ বাবুকে ফোন করে তাঁর বকেয়া ইলেকট্রিক বিল নিয়ে কিছু প্রশ্ন করে৷ তারপর ভয় দেখায়, দ্রুত সেই বিল না দেওয়া হলে তাঁর বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে৷

advertisement

হুমকির পরে দুষ্কৃতীরা অরূপ বাবুর ফোনের হোয়াটসঅ্যাপে একটি অ্যাপ পাঠায়৷ তারপরে সেই অ্যাপের মাধ্যমেই সহজে টাকা জমা দেওয়ার প্রলোভন দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা হাতিয়ে নেয় তারা৷

পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে বিভিন্ন থানা এলাকায় অনেকগুলি প্রতারণা মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অরূপ বাবুর কাছ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতারণা করেছে এই তিনজন। ফোন অ্যাপ পাঠিয়ে বিদ্যুৎ বিল দেওয়ার ফাঁদ পেতে এই প্রতারণা করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর মনের কথার শততম পর্বের পরেই কাটল তাল, রাজ্যপালের হাত থেকে সম্মান নিতে অস্বীকার ট্যাক্সি চালক শহিদুলের

পুলিশ জানিয়েছে এরা মূলত বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষকে প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে। একবার টাকা অ্যাকাউন্টে চলে এলে সাথে সাথে নিজেদের লোক মারফত এটিএম থেকে টকা তুলে নেয়। এদের সাথে আরও অনেকেই রয়েছে। পুলিশ পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছে।

এই বিষয়ে অভিযুক্তদের আইনজীবীর সঙ্গে কথা বলা হলে সজল কুমার মিত্র দাবি করেন, মিথ্যে মামলায় তাঁদের মক্কেলদের ফাঁসানো হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: পশ্চিমবঙ্গেও জামতাড়া গ্যাং! এবার বিদ্যুতের বিলের বকেয়া নিয়ে প্রতারণার ছক..এখনই না সাবধান হলে হতে পারেন সর্বস্বান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল