প্রতিটি ভেষজ উদ্ভিদের পাশেই লেখা রয়েছে তার আঞ্চলিক নাম, বিজ্ঞানসম্মত নাম, ভেষজ উদ্ভিদের গুণাবলী এবং কি কি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সেই ভেষজ উদ্ভিদ সেবন করা উচিত। পর্যটকরা চাইলে বাগান থেকে গাছও কিনতে পারেন। ঝাড়গ্রামের আমলাচটিতে ৬৭ হেক্টর জায়গা জুড়ে আমলাচটি ভেষজ উদ্যান। পশ্চিমবঙ্গ বন দফতরের অরণ্য পালন বিভাগের দক্ষিণবঙ্গ শাখার আওতায় রয়েছে আমলাচটি ভেষজ উদ্যান।
advertisement
আমলাচটি ভেষজ উদ্যানের দায়িত্বে থাকা অরণ্য সাথী সুবীর দে বলেন,” এখানে ৭০০ প্রজাতির বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। পর্যটকরা চাইলে গাছ কিনতেও পারেন। প্রতিটি ভেষজ উদ্ভিদের গুণাবলী গাছের সঙ্গে লেখা রয়েছে। শীতের মরশুমে পর্যটকদের ভিড় হয় আমলাচটিতে”।
এক হেক্টর জায়গা জুড়ে রয়েছে ২৪ প্রজাতির বাঁশের বাগান। লালিবাঁশ, ভালকি , লাঠা, রেগুন , কাঁটা, বোম্বে, ঘটি-সহ বিভিন্ন প্রজাতির বাঁশ। ১ হেক্টর জমিতে রয়েছে পিয়াশাল, আম, গাভ, সিঁদুরে, হরিতকি, রাক্তচন্দন, সেগুন গাছ।
বুদ্ধদেব বেরা