সাড়ে আটটার সময় বাস স্টপেজে গিয়ে ন’টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরেও বাসার আসেনি। বিষয়টি পরিবারে ও শিক্ষকদের জানায়। শিক্ষকরা বিষয়টি স্কুল এসআইকে জানায়। স্কুল এসআই বিনপুর দু’নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষকে বলেন। বিডিও বাঁশপাহাড়ি পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানাতে গিয়ে জানতে পারে পুলিশ গাড়ি রেডি করছে তাঁদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠানোর জন্য। বাঁশপাহাড়ি থেকে পাঁচ জন পরীক্ষার্থী এবং চাকাডোবার মোড় থেকে একজন পরীক্ষার্থী মোট ছয়জন পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর আগেই গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ। বাঁশপাহাড়ি ফাঁড়ির ওসি শুভেন্দু রানা জানান,”বাস ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য পরীক্ষার্থীরে বেরিয়েছিল কিন্তু বাস না পেয়ে তারা সমস্যায় পড়ে। আমরা গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছি”।
advertisement
মাধ্যমিক পরীক্ষার্থী অঞ্জলি মাহাতো এর মা মুক্তারানী মাহাতো বলেন, “দীর্ঘক্ষণ বাস স্টপেজে দাঁড়িয়ে ছিল কিন্তু বাস না আসায় সে বিষয়টি বাড়িতে ফোন করে জানায়। আমরা তখন গ্রামের একজনকে বলেছিলাম মোটরসাইকেল করে তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দেওয়ার জন্য। তার কিছুক্ষণের মধ্যেই সে ফোন করে জানায় পুলিশ গাড়িতে করে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে”। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার সময় এই সমস্যার সম্মুখীন হয় বহু পরীক্ষার্থী।এই সমস্যা সমাধানের জন্য তিনি বলেন, “আমাদের বাঁশপাহাড়ি এলাকার সব ছেলেমেয়েদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে বেলপাহাড়িতে। প্রতিবছর বাসের জন্য সবাই সমস্যায় পড়ে। আমরা গরিব মানুষ আমাদের হাতে বেশি টাকা নেই যে গাড়ি ভাড়া করে তাদেরকে পাঠাব। প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ বাস পরিষেবা চালু করা হলে আমাদের এই সমস্যায় পড়তে হবে না”।
ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিশঙ্কর মাহাতো, “পুরুলিয়া থেকে বাসটি সময় মত বেরিয়েছিল কিন্তু মানবাজার ঢোকার আগেই যান্ত্রিক গোলযোগ হয়ে বাসটি খারাপ হয়ে যায়। তাই বাসটি ঝাড়গ্রামও আসতে পারেনি”। ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি সৌমেন আচার্য বলেন,”মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা যে কোনও পরীক্ষার সময় পরিবহন দফতরকে বিশেষ নজরদারি রাখতে হবে। কোনও যাত্রীবাহী গাড়ি খারাপ হলে তার বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এবং খোঁজখবর রাখতে হবে কোন গাড়িটি কোন সময় কোন জায়গায় রয়েছে। তাহলে আগামী দিনে এই ধরনের সমস্যা হবে না পরীক্ষার্থীদের”।
বুদ্ধদেব বেরা