TRENDING:

Jhargram news : জঙ্গলমহলের মহিলাদের জন্য যা করল কেন্দ্রীয় বাহিনী! জানলে চোখে জল আসবে

Last Updated:

Jhargram news : জঙ্গলমহলে মাওবাদী আর নেই। কিন্তু এখনও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জঙ্গলমহলের মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় বাহিনী। দেওয়া হচ্ছে সেলাই এর প্রশিক্ষণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : একদা মাও অধ্যুষিত জঙ্গলমহলে মাওবাদী দমনের জন্য মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ২০১১ সালে রাজ্যের পালা বদলের পর ধীরে ধীরে শান্ত হয়ে যায় জঙ্গলমহল। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার শিলদার ইএফআর শহীদের শহীদ তর্পনে এসে সাফ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ তথা জঙ্গলমহলে কোনও মাওবাদী নেই। মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় পশ্চিমবঙ্গের মধ্যে কেবল একটিমাত্র জেলা ঝাড়গ্রাম যা এখনও মাওবাদী অধ্যুষিত। রাজ্য পুলিশের দাবি খাতায়-কলমে মাওবাদী অধ্যুষিত থাকলেও বর্তমান সময়ে তার কোনও অস্তিত্ব নেই।
advertisement

জঙ্গলমহলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যথেষ্ট ভূমিকা রয়েছে। এবার অন্য ভূমিকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর ১৮৪ নাম্বার সিআরপিএফ ব্যাটেলিয়ানকে। রাজ্যের পালাবদলের পর ঝাড়গ্রাম জেলার রাস্তাঘাটের হাল বদলেছে, বাড়ি বাড়ি পৌঁছেছে পানীয় জল। এই অবস্থায় এলাকার মানুষজনকে বিশেষ করে মহিলাদেরকে স্বনির্ভর করতে সেলাই প্রশিক্ষণ এবং এলাকার যুবকদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে ১৮৪ সিআরপিএফ ব্যাটালিয়ানের পক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা…! পাগলের মতো চাইতেন বিবাহিত মুখ্যমন্ত্রীকে, বিয়ের আগেই গর্ভবতী, ভারতের সবচেয়ে ‘ধনী’ নায়িকার চরম পরিণতি

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের ওড়তে ১৮৪ সিআরপিএফ ব্যাটালিয়ানের পক্ষ থেকে সিভিল অ্যাকশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের ১৭ জন মহিলাকে ১৫ দিন ধরে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। সেলাই প্রশিক্ষণ শেষে সিভিল অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে মহিলাদের হাতে প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেন ১৮৪ সিআরপিএফ ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী।

advertisement

View More

আরও পড়ুন-৪০ কিমি বেগে ধেয়ে আসছে…! তুমুল বিপর্যয়ের আশঙ্কা, আবহাওয়ার মেগা খেলা শুরু, বিরাট সতর্কবাণী দিল IMD

এছাড়াও এদিন পার্শ্ববর্তী এলাকার তরুণদের নিয়ে ৮টি টিমের এক ফুটবল প্রতিযোগিতা হয়। এই ফুটবল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দেগাড়িয়া মিলন মালা ক্লাব। পুরস্কার হিসেবে প্রথম স্থানাধিকারদলকে ট্রফি, জার্সি ,বল ও বুট দেওয়া হয়। এবং দ্বিতীয় স্থান অধিকারী করে গুইয়াড়া সিধু কানু ক্লাব। এদেরকেও ট্রফি ,জার্সি ও বল দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১৮৪ নং সিআরপিএফ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট প্রবীণ কুমার ত্রিপাঠী-সহ সিআরপিএফ ব্যাটেলিয়নের অন্যান্য অফিসাররা। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়”। জঙ্গলমহলের মহিলাদের সেলাই প্রশিক্ষণ এর মাধ্যমে স্বনির্ভর করার কেন্দ্রীয় বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram news : জঙ্গলমহলের মহিলাদের জন্য যা করল কেন্দ্রীয় বাহিনী! জানলে চোখে জল আসবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল