বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ হেঁটে হেঁটে এক ব্যক্তি তার আত্মীয় বাড়ি যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয়। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় দলছুট দাঁতাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বাঘাখুলিয়া গ্রামে হঠাৎই ঢুকে পড়ে একটি দলছুট হাতি। সেই সময় জঙ্গল রাস্তা ধরে আত্মীয় বাড়ি যাওয়ার সময় ফুটবল মাঠের সামনে হাতির মুখোমুখি পড়েন তিনি। দলছুট বুনো হাতি সামনে পড়ায় বেঘোরে প্রাণ যায় তার। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করেছে। তবে হাতির গতিবিধির উপর নজরদারি রাখা হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহন সরেন, বাড়ি ভাতুরবাধি এলাকায়।
advertisement
আরও পড়ুন: ঘন কুয়াশায় ঢাকল ঝাড়গ্রাম! কনকনে শীত, কত ডিগ্রীতে নামল তাপমাত্রা জানালো আবহাওয়া দফতর
অন্যদিকে ফের জঙ্গলমহলে হাতির হানায় মৃত্যু হল অপর একজনের। মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার কুলটিকরি এলাকায় দলছুট হাতির আক্রমণে মৃত্যু হয় এক মহিলার। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার রোহিনী-কুলটিকরী সংলগ্ন এলাকায় অবস্থান করছিল একদল হাতি। সোমবার রাত্রিতে বন দফতরের কর্মীরা হাতিগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য ড্রাইভ করে। তবে দুটি হাতি থেকে যায় এলাকায়। আচমকাই এদিন সকালে গ্রামের মধ্যে ঢুকে আক্রমণ চালায়। হাতির সামনে পড়ে হাতির হানায় মৃত্যু হয় মহিলার। বৃদ্ধ ওই মহিলার নাম জয়া আড়ি (৬৯)।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে। তবে পর পর দু’দিন সামান্য কয়েক ঘণ্টার ব্যবধানে জঙ্গলমহলের দুটি জেলায় পরপর দলছুট দাঁতালের আক্রমণে দুজনের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে বন বিভাগ।






