TRENDING:

Jhargram News: জিনাত ফিরে গেছে, কিন্তু প্রেমিকাকে খুঁজতে বেলপাহাড়িতে হাজির প্রেমিক বাঘ! আশঙ্কা সত্যি হল, কী করল সেই বাঘ জানেন?

Last Updated:

Jhargram News: রবিবার সকালে অজানা জন্তুর পায়ের ছাপকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যাবেলায় নিশ্চিত ভাবে বন দফতর জানিয়ে দেয়, এটা পূর্ণবয়স্ক পুরুষ বাঘের পায়ের ছাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : বাঘিনী জিনাতের খোঁজে বেলপাহাড়িতে ঢুকে পড়েছে পূর্ণবয়স্ক পুরুষ বাঘ। তবে কি জিনাতের প্রেমেই বাঘের আগমন বেলপাহাড়িতে ? নানা মহল থেকে উঠছে এমনই প্রশ্ন ? রবিবার সকালে অজানা জন্তুর পায়ের ছাপকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যাবেলায় নিশ্চিত ভাবে বন দফতর জানিয়ে দেয়, এটা পূর্ণবয়স্ক পুরুষ বাঘের পায়ের ছাপ।
advertisement

বাঘ ধরতে বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, এআই ক্যামেরা। কড়া নজরদারি চালাচ্ছে বন দফতর। রবিবার সকালে বেলপাহাড়ি থানার অন্তর্গত বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মনিয়ার্ডি ও চিটামাটি গ্রামের মধ্যবর্তী জঙ্গলের রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। এছাড়াও জঙ্গলে কুরকুট সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসীরাও দাবি করেন, তারা বাঘ দেখেছেন। এলাকার বাসিন্দা ধীরেন মুর্মু বলেন, “আমরা বেশ কয়েকজন জঙ্গলের মধ্যে কুরকুট সংগ্রহ করতে গিয়েছিলাম। তখন আমি দেখেছি জঙ্গলের মধ্যে একটি বড় জন্তু। আমার দেখে মনে হয়েছে এটা বাঘ! গায়ের রংটা হালকা লাল রয়েছে। দেখার পরে জঙ্গল থেকে আমরা ছুটে পালিয়ে যায়”।

advertisement

আরও পড়ুন: দেশ ছেড়ে পালানোর আগে কাকে ফোন করেন হাসিনা? প্রকাশ্যে কল রেকর্ড! শুনে চমকে যাবেন কিন্তু

বিষয়টি সামনে আসতেই গুরুত্ব সহকারে দেখতে শুরু করে বন দফতর। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা এবং ঝাড়গ্রাম বন বিভাগের ডিএফও ওমর ইমাম। সারাদিন বাঘের পায়ের ছাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর ডিএফও ওমর ইমাম বলেন ,” পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটি একটি পুরুষ বাঘ ঢুকে পড়েছে। বাঘটি কোথা থেকে এসেছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত আমরা কিছুই বলতে পারব না। বাঘের গতিবিধির উপর সব সময় নজর রাখা হবে। রাস্তা পারাপারের সময় আমরা বিশেষ করে নজর রাখছি, কারণ জিনাতের মতো এর গলায় রেডিও কলার নেই”।

advertisement

View More

বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, চারদিকে যে সীমানা রাস্তা রয়েছে তা চেকিং করা হচ্ছে। বাঘ কোনও রাস্তা ক্রশ করছে কিনা, তা জানতে ৫টি ট্র্যাপ ক্যামেরা এবং তিনটে এআই ক্যামেরা বসানো হয়েছে এলাকায়। বন দফতর পুলিশ-প্রশাসনকে জানিয়েছে। গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করা হয়েছে। গ্রামবাসীরা যাতে কোনও ভাবে আতঙ্ক না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে, বন দফতরের কর্মী ও পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন বেলপাহাড়ির এসডিপিও শ্রেয়া সরকার।

advertisement

পূর্ণবয়স্ক পুরুষ বাঘ বেলপাহাড়ি এলাকায় ঢুকে পড়ায় চিন্তিত ঝাড়গ্রাম বন বিভাগ। কারণ জিনাতের গলায় রেডিও কলার থাকায় জিনাতের গতিবিধির উপর নজর রাখা সহজ ছিল। কিন্তু এই বাঘের কোনও রেডিও কলার নেই। ফলে বাঘের পায়ের ছাপ বা কড়া নজরদারির উপরেই ভরসা রাখতে হচ্ছে বন দফতরকে।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

—- বুদ্ধদেব বেরা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: জিনাত ফিরে গেছে, কিন্তু প্রেমিকাকে খুঁজতে বেলপাহাড়িতে হাজির প্রেমিক বাঘ! আশঙ্কা সত্যি হল, কী করল সেই বাঘ জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল